লো বাজেটে মোবাইল কিনতে চাইলে ওয়ালটনের জুরি নেই। ৫০০০-৬০০০ টাকার মধ্যে যদি স্মার্টফোন কিনতে জান তো ওয়ালটন ছাড়া অন্যকোন স্মার্টফোন চোখে পরবেন না। আজকে আমরা কথা বলবো ওয়ালটনের নতুন স্মার্টফোন Walton Primo F8s নিয়ে।
৫,১৯৯ টাকার ডিভাইেস আপনারা পাচ্ছেন ১৮:৯ রেশিও যুক্ত ৫.৪৫” ফুল ভিউ ডিসপ্লে, ১ জিবি র্যাম, ৮ জিবি রম, ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর সহ আরো অনেক কিছুই। আমি আমার রিভিউ তুলো ধরবো Walton Primo F8s এর ভালো মন্দ বিষয় গুলো। আমার সাথেই থাকুন, আশা করি আমার রিভিউটি আপনার জন্য স্মার্টফোন কেনার সহায়ক হিসেবে কাজ করবে।
আনবক্সিং
Walton Primo F8s এর সাথে আপনারা পাচ্ছেন
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন
** ওয়্যারেন্টি কার্ড+সেফটি ইন্সট্রাকশন
** স্ক্রিন প্রোটেক্টর।
Walton Primo F8s এর উল্ল্যেখযোগ্য ফিচার সমূহ
ডিভাইসের নাম | Walton Primo F8s |
ডিসপ্লে: | ৫.৪৫” FULL View IPS Display |
প্রোটেকশন | Not Specified |
র্যাম | ১ জিবি |
রম | ৮ জিবি ( ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) |
সি.পি.ইউ | ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর |
জি.পি.ইউ | মালি ৪০০ |
ক্যামেরা | রিয়্যার ৫ মেগাপিক্সেল |
ফ্রন্ট ৫ মেগাপিক্সেল | |
ব্যাটারি | ২২০০ মিলি এ্যম্পিয়ার |
দাম | ৫,১৯৯ টাকা। |
Walton Primo F8s এর ভালা লাগা ফিচার গুলো
** Android Oreo 8.1, Go Edition
** 18:9 Full View Display
** OTA
** নোটিফিকেশন লাইট
ডিসপ্লে এবং টাচ
Walton Primo F8s এ রয়েছে 5.45” Full View IPS Display.
টাচ বেশ রেছপন্ছিভ এবং ল্যাগ ফ্রি। মাল্টি ফিংগার টাচ সুবিধা পাবেন সর্বোচ্চ ২ আংগুলের।
র্যাম এবং রম
Walton Primo F8s এ রয়েছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী ৬৪ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
সি.পি.ইউ / জি.পি.ইউ
Walton Primo F8s এ রয়েছে ১.৩ গিগাহার্টজ প্রোসেসর এবং মালি ৪০০ জি.পি.ইউ। বলে রাখা ভালো ডিভাইসটিতে ইউজ করা হয়েছে Media Tek 6580 Chipset.
গেমিং পারফরমেন্স:
এন্ট্রি লেভেলের এই স্মার্টফোনে এসফাল্ট ৮, সনিক ড্যাস, এসফাল্ট নাইট্রো গেমস গুলো রান করতে পেরেছি। তবে ব্যাকগ্রাউন্ডে এ্যপস রানিং থাকলে গেমস গুলো হালকা ল্যাগ করতে পারে।
আউটলুক
গর্জিয়াস বিল্ড Walton Primo F8s এর ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে যথাক্রমে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরায় ফ্ল্যাশ লাইটও রয়েছে। প্রক্সিমিটি/লাইট সেন্সর রয়েছে সেলফি ক্যামেরার পাশেই।
Walton Primo F8s এর উপরের দিকে রয়েছে অডিও এবং মাইক্রো ইউ. এস বি চার্জিং পোর্ট। ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে।
ব্যাকপার্ট-টি সম্পূর্ণ রিমুভেবল। সিম কার্ড এবং এস.ডি কার্ড ট্রে রয়েছে ব্যাটারির উপরের দিকে। ডিভাইসটি-তে ব্যবহার করা হয়েছে ২২০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। ডিভাইসটির দৈর্ঘ্য ১৪৮.৮ মিলিমিটার, প্রস্থ্য ৭২ মিলিমিটার এবং পূরুত্ব ৯.২ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৭৬ গ্রাম।
ইউজার ইন্টারফেস
Walton Primo F8s এ ইউজ করা হয়েছে এ্যন্ড্রয়েড ৮.১ স্টক ইউজার ইন্টারফেস।
অপারেটিং সিস্টেম
Walton Primo F8s এ অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে Android 8.1 Oreo go edition.
ক্যামেরা
Walton Primo F8s এ ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকেই ইউজ করা হয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা ইউজার ইন্টারফেস এবং ক্যামেরা দিয়ে তোলা ছবি নিয়ে আমি সন্তুষ্ট।
কানেক্টিভিটি এবং সেন্সর
Walton Primo F8s এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Proximity, GPS ইত্যাদি।
Walton Primo F8s এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG, OTA, WLAN Hotspot, Screen Cast ইত্যাদি।
স্পেশাল ফিচার:
** নোটিফিকেশন লাইট:
এই ফিচারটি কিন্তু বেশ উপকারী। ফোন সাইলেন্ট অবস্থায় কোন কল আসলে বা ম্যাসেজ আসলে নোটিফিকেশন লাইট জ্বলতে থাকবে।
** ব্যাটারি সেভার।
বেঞ্চমার্ক স্কোর
Walton Primo F8s এ আমরা Antutu এবং Geek Bench টেষ্ট করেছি। দাম হিসেবে স্কোর কিন্তু ভালই।
দাম
Walton Primo F8s এর বাজার মূল্য রাখা হয়েছে ৫,১৯৯ টাকা।
মন্তব্য করুন