Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 44  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Walton Primo NF4-হ্যান্ডস অন রিভিউ

বড় ডিসপ্লের স্মার্টফোন যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে ওয়ালটনের এন.এফ সিরিজ। ইতিমধ্যেই ওয়ালটনের এন.এফ সিরিজের ৩টি স্মার্টফোন-ই ইউজারদের কাছে বেশ জনপ্রিয়। ২০১৯ সালে আবারো ওয়ালটন লঞ্চ করলো এন.এফ সিরিজের ৪র্থ স্মার্টফোন ওয়ালটন প্রিমো এন.এফ৪। বড় ডিসপ্লের পাশাপাশি শক্তিশালী ব্যাটারিও এই সিরিজের অন্যতম বড় আকর্ষণ।

ওয়ালটন প্রিমো এনএফ৪ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬,৪৯৯ টাকা। প্রিমো এনএফ ৪ এর বিস্তারিত জানা যাক।

e-HostBD Hosting Service

এক নজরে প্রিমো এনএফ৪:  

  • ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট
  • ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি ১৮:৯ রেসিও আইপিএস ডিসপ্লে
  • ২.৫ ডি কার্ভড গ্লাস
  • এন্ড্রয়েড ৮.১ অরিও গো এডিটেশন
  • ১.২৮ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • ১ জিবি ডিডিআর থ্রী র‌্যাম; ৮ জিবি রম
  • ৮ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার সনি ক্যামেরা সাথে এল.ই.ডি ফ্ল্যাশ লাইট
  • ৮ মেগাপিক্সেল অমনিভিশন সেলফি ক্যামেরা
  • ফেস আনলক
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৩২০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি

আনবক্সিং

  • প্রিমো এনএফ৪ হ্যান্ডসেটটি
  • অ্যাডাপটার
  • ইউ.এস.বি কেবল
  • ইয়ারফোন
  • ট্রান্সপারেন্ট ব্যাক কভার
  • ওয়ারেন্টি কার্ড
  • সেফটি ইন্সট্রাকশন

ইউজার ইন্টারফেস

প্রিমো এনএফ৪ ডিভাইসটিতে স্টক ইউজার ইন্টারফেস ইউজ করা হয়েছে। বলা বাহুল্য ইউজার ইন্টারফেস বেশ সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলী।

অপারেটিং সিস্টেম

প্রিমো এনএফ৪ এ রয়েছে ‘এন্ড্রয়েড ৮.১ অরিও এর গো’ এডিশন। এটা বেশ লাইট অপারেটিং সিস্টেম। হার্ডওয়্যারের কথা ভেবেই প্রিমো এন.এফ৪ এ অপটিমাইজড অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে। গুগল গো ভার্সনের সকল এ্যপস গুলো এই অপারেটিং সিস্টেমে ইউজ করতে পারবেন।

৪জি কানেক্টিভিটিঃ

প্রিমো এন.এফ৪ এর অন্যতম বড় আকর্ষণ হলো এটা ৪জি সাপোর্ট করে। কাজেই দ্রুত গুতির ইন্টারনেট ইউজ করতে পারবেন অনায়েসেই, আর সাথে তো বড় স্ক্রিন রয়েছে।

ডিজাইন

প্রিমো এনএফ৪ ডিভাইসটি আপনারা ৩টি রঙে বাজারে পাবেন। কালার গুলোর মধ্যে রয়েছে রুবি ব্ল্যাক, টুইলাইট ব্লু এবং টুইলাইট পারপল। দামের কথা চিন্তা করলে প্রিমো এন.এফ৪ ডিভাইসটি বেশ প্রিমিয়াম-ই লাগে।

ডিসপ্লে

প্রিমো এন.এফ৪ এর প্রধান আকর্ষণ হচ্ছে ডিসপ্লে। ডিভাইসটিতে ইউজ করা হয়েছে ২.৫ডি, ৫.৯৯ ইঞ্চি এর বড় আই.পি.এস কার্ভড প্যানেল।

ক্যামেরা

প্রিমো এন.এফ৪ এর রিয়ার ক্যামেরায় রয়েছে সনির ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। সেলফি ক্যামেরা মডিউল হিসেবে থাকছে অমনি-ভিসন ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। রিয়ার ক্যামেরায় সিঙ্গেল এল.ই.ডি ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে।ক্যামেরার ফিচার গুলোর মধ্যে রয়েছে: নরমাল মোড, প্রফেশনাল মোড, ফেস বিউটি, স্ক্রীন মোড, অডিও পিকচার ও কিউ.আর কোড স্ক্যানার ইত্যাদি। এছাড়া ক্যামেরা দিয়ে টাইম ল্যাপস মোডেও ভিডিও রেকর্ড করা যায়।

হার্ডওয়্যার

১.২৮ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরের পাশাপাশি ১ জিবি ডিডিআর৩ র‌্যাম ইউজ করা হয়েছে ডিভাইসটিতে। ৮ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে প্রিমো এন.এফ৪ এ। ইন্টারনাল মেমোরী ৬৪ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল। গ্রাফিক্স প্রোসেসিং এর জন্য রয়েছে PowerVR Rogue GE8100 জি.পি.ইউ।

বেঞ্চমার্ক

সিকিউরিটি

ফোনের নিরাপত্তা জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে রিয়ার প্যানেলে। তবে সেলফি তোলার সময় ফিংগার প্রিন্ট স্ক্যানার ইউজ করতে পারবেন।

ব্যাটারি

পুরো ডিভাইসটি ব্যাকআপ দেবার জন্য রয়েছে ৩,২০০ এম.এ.এইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এক চার্জে একদিন ভালোভাবেই চলে যাবে আশাকরছি।

প্রিমো এনএফ৩ থেকে প্রিমো এনএফ৪ এ বেশ কিছু ফিচার এ্যড করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজাইন, ৪জি কানেক্টিভিটি, ফুলভিউ ডিসপ্লে, ২.৫ডি কার্ভ গ্লাস, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। দাম আর ডিজাইনের কথা ভাবলে এই বাজেটে প্রিমো এন.এফ৪ বর্তমান বাজারে অপ্রতিদ্বন্দী-ই বলা চলে।

প্রিমো এনএফ৪ ডিভাইসটি কেনার সাথে সাথে পাওয়া যাবে ৩০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।  তাছাড়াও ফোনের জন্য ১ বছরের, ব্যাটারির ৬ মাস, অ্যাডাপ্টারের ৬ মাস এবং ইউএসবি কেবলের ৬ মাস সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই। এছাড়াও কেনার পর ১০১ দিন পর্যন্ত এতে মাইনোরিটি সার্ভিস গ্যারান্টি পাওয়া যাবে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন