

চলুন এক নজরে দেখে নেই প্রিমো ইএফ৯ এর এক ঝলক:
- অ্যান্ড্রয়েড অরিও ৮.১ (গো ভার্সন)
- ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
- ৪.৯৫ ইঞ্চি ফুল-ভিউ (১৮:৯) আই.পি.এস ডিসপ্লে, ২.৫ ডি কার্ভ গ্লাস
- ১ জিবি র্যামের সাথে রয়েছে ৮ জিবি ইন্টারনাল মেমোরী।
- বি.এস.আই ৫ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরার সাথে রয়েছে উজ্বল এল.ই.ডি ফ্ল্যাশ
- ২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ২,০০০ এম এ এইচ লিথিয়াম আয়ন ব্যাটারি।
- ও.টি.এ আপডেটের সুবিধা
বক্সের মধ্যে যা যা থাকছে
- প্রিমো ইএফ৯ হ্যান্ডসেটট
- চার্জার অ্যাডাপটার
- ইউ.এস.বি ক্যাবল
- ইয়ার ফোন
- ট্রান্সপারেন্ট ব্যাক কভার
- ওয়্যারেন্টি কার্ড
- সেফটি ইন্সট্রাকশন


ইউজার ইন্টারফেস
প্রিমো ই.এফ৯ এ মূলত কাষ্টমাইজ ইউজার ইন্টারফেস ইউজ করা হয়েছে। যার ফলে ডিভাইসটির ইউজার ইন্টারফেস বেশ স্মুদ এবং ইউজার ফ্রেন্ডলী। আর অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে এ্যন্ড্রয়েড ৮.১ যা বেশ ফাষ্ট কাজ করে।অপারেটিং সিস্টেম


ডিজাইন
দারুণ এবং আকর্ষণীয় ডিজাইনের প্রিমো ই.এফ৯ বাজারে ৩টি ডিজাইনে পাওয়া যাচ্ছে। কালার গুলোর মধ্যে রয়েছে : ডীপ ব্লু, রেড এবং ব্ল্যাক। ডিভাইসটির স্মুথ কার্ভড বডি আপনাকে এটি ধরে রাখার ক্ষেত্রে এক দারুন অনুভূতি প্রদান করবে। ডিভাইসটির উপরের দিকে রয়েছে চার্জার পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট। রিয়্যার প্যানেলে ক্যামেরা সেটাপও কিন্তু বর্তমান সময়ের জনপ্রিয় সব ডিভাইসের মতই রাখা হয়েছে।

ডিসপ্লে
৪.৯৫” ডিসপ্লে-টি আই.পি.এস টেকনোলজির। এছাড়া ফ্রন্ডে ২.৫ডি কার্ভড গ্লাস ব্যবহার করার ফলে ফ্রন্ট লুকটা বেশ জোশ। ডিসপ্লেটির এডজ স্মার্টফোনটির বডির সাথে খুব ভালোভাবে মিলে গিয়েছে এবং এর ডিজাইন বাড়িয়ে দিতে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।

ক্যামেরা
ডিভাইসটির রিয়ার প্যানেলে রয়েছে ৫ মেগা পিক্সেল বি.এস.আই সেন্সর বিশিষ্ট ক্যামেরা। এর সাথে পাওয়া যাবে একটি শক্তিশালী এল.ই.ডি ফ্ল্যাশ লাইট এবং মাল্টি ক্যামেরা মোড।



ক্যামেরা ইউআই


হার্ডওয়্যার
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রোসেসর। এছাড়া সম্পূর্ণ সিস্টেমকে ব্যাকাপ দেয়ার জন্য রয়েছে একটি ডি.ডি.আর৩ , ১ জিবি র্যাম। ডিভাইসটিতে রম পাওয়া যাবে ৮ জিবি। এছাড়া ডিভাইসটিতে ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি ব্যাবহার করার সুবিধা তো থাকছেই। প্রিমো ই.এফ৯ এ জি.পি.উ দেয়া হয়েছে মালি ৪০০ এমপি।

বেঞ্চমার্ক




মন্তব্য করুন