৫০০০ টাকায় ৪জি স্মাটফোন!!!!
ওয়ালটন দিচ্ছে মাত্র ৫০০০ টাকায় ৪জি স্মার্টফোন। আর দেশীয় তৈরী স্মার্টফোন-টির নাম হলো ওয়ালটন প্রিমো এফ৯। ৪জি নেটওয়ার্ক, এন্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম, ১ জিবি র্যাম, ২৫০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি সহ অনেক কিছুই।
এক নজরে প্রিমো এফ৯:
- ৪জি নেটওয়ার্ক সাপোর্ট
- এন্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম (গো এডিশন)
- ৫.৪৫ ইঞ্চি এফ ডব্লিউ ভি.জি.এ ডিসপ্লে
- ১.৩ গিগাহাটর্জ কোয়াডকোর প্রোসেসর
- ১ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরী (৬৪ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে)
- ৫ মেগাপিক্সেল রিয়্যার এবং সেলফি ক্যামেরা।
- স্মার্ট জেশ্চার
- ২৫০০ মিলি এ্যম্পিয়ার ক্ষমতাসম্পন্ন লিথিয়াম পলিমার ব্যাটারি
প্রিমো এস৭ বক্স এর ভেতর যা যা পাবেনঃ
- প্রিমো এফ ৯ ডিভাইস
- পাওয়ার আড্যাপ্টার
- ইউ.এস.বি কেবল
- ইয়ারফোন
- স্ক্রিন প্রোটেকটর (এ্যাটাচড)
- ওয়ারেন্টি কার্ড ও আনুসাঙ্গিক কাগজপত্র
ইউজার ইন্টারফেস
প্রিমো এফ ৯ এ ইউজ করা হয়েছে কাস্টমাইজড স্টক ইউজার ইন্টারফেস।
অপারেটিং সিস্টেম
প্রিমো এফ৯ এ রয়েছে এন্ড্রয়েড পাই (গো এডিশন) অপারেটিং সিস্টেম।
বডি ও ডিসপ্লে
হালকা সবুজ, গাঢ়ো সবুজ এবং লাল এই ৩টি রঙে পাওয়া যাচ্ছে ওয়ালটন প্রিমো এফ ৯ ডিভাইসটি।
ডিভাইসটির উপরের দিকে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রর্কাস বাটন। ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে সেলফি ক্যামেরা। রিয়্যার প্যানেলে রয়েছে ফ্ল্যাশ লাইট সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটির উচ্চতা ১৪৭ মিলিমিটার এবং প্রসস্থ ৭১.৭ মিলিমিটার। ব্যাটারি সহ এর ওজন প্রায় ১৮০ গ্রাম। ৩.৫ মিলিমিটার অডিয়পোর্ট আর মাইক্রো ইউ.এস.বি চার্জিং পোর্ট রয়েছে ডিভাইসের নিচের দিকে। প্রিমো এফ৯ এ ইউজ করা হয়েছে ৫.৪৫” এইফ ডব্লিউ ভি.জি.এ ডিসপ্লে ।
ক্যামেরা
ওয়ালটন প্রিমো এফ ৯ এর ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের উভয় দিকেই রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা ফিচাররের মধ্যে রয়েছে পোর্ট্রেইট এবং বিউটি মোড। এছাড়া Time lapse, color effect সহ আরো অনেক কিছু।
ক্যামেরা ইউ আই
হার্ডওয়্যার
প্রিমো এফ৯ এ রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রোসেসর এবং PowerVR Rogue GE8100 জি.পি.ইউ।
সাথে রয়েছে ১ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরী।
বেঞ্চমার্ক স্কোর
দাম অনুযায়ী প্রিমো এফ ৯ এর বেঞ্চমার্ক স্কোর কিন্তু বেশ ভালো। চলুন এক নজরে স্কোর গুলো দেখে নেই।
ব্যাটারি
প্রিমো এফ৯ এ রয়েছে ২৫০০ মিলি এ্যম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি যা আপনাকে দেবে সারা দিনের নিশ্চিত হেবি ইউজ সুবিধা।
স্পেশাল ফিচারসঃ
প্রিমো এফ ৯ এ রয়েছে স্মার্ট জেশ্চার সুবিধা। যার মাধ্যমে ডিভাইস এর স্ক্রিনে বিভিন্ন সাইন/চিহ্নের মাধ্যমে বিভিন্ন এ্যপস অন করা যায়।
ওয়ারেন্টি
ওয়ালটন এর অন্যসব ফোনের মতই এতে পাওয়া যাবে রিপ্লেসমেন্ট এবং ওয়ারেন্টি সুবিধা।
মন্তব্য
অল্প টাকায় ভালো ফোন