Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 44  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Walton Primo R6 Max Hands On বাংলা রিভিউ

ওয়ালটন লঞ্চ করলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী নচ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন ওয়ালটন প্রিমো আর৬ ম্যাক্স। ডিভাইসটিতে রয়েছে  ফোনটিতে আছে ৬.২৬” ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন ১৫২০/৭২০ পিক্সেল। ডিভাইসটিতে রয়েছে ডুয়াল ১৩ ও ২ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা। এছাড়া সেলফি তোলার জন্য ফ্রন্ট প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ওয়ালটন প্রিমো আর৬ ম্যাক্স এর দাম ধরা হয়েছে ১০,৯৯৯ টাকা।

এক নজরে প্রিমো আর৬ ম্যাক্সঃ

  • ৪জি নেটওয়ার্ক সাপোর্ট
  • এন্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম
  • ৬.২৬” ইউ নচ এইচ.ডি+ আইপিএস ডিসপ্লে এবং২.৫ডি কার্ভ গ্লাস
  • ১২ ন্যানোমিটার ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিউ
  • ৩ জিবি ডিডিআর-৪ র‌্যাম ; ৩২ জিবি রম।(২৫৬ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে)
  • ডুয়াল (১৩+২) মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ফেস আলনক
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৪০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম পলিমার ব্যাটারি

 

e-HostBD Hosting Service

প্রিমো আর৬ ম্যাক্স বক্স এর ভেতর যা যা পাবেন,

  • প্রিমো এস৭ ডিভাইসটি
  • পাওয়ার আড্যাপ্টার
  • ইউ.এস.বি কেবল
  • একটি ইয়ারফোন
  • সিম ইজেক্টর
  • স্ক্রিন প্রোটেক্টর
  • ব্যাক-কভার
  • ওয়্যারেন্টি কার্ড ও আনুসাঙ্গিক কাগজপত্র

ইউজার ইন্টারফেসঃ

প্রিমো আর৬ ম্যাক্স এর ইউজার ইন্টারফেস কাষ্টমাইজড এবং স্টক এ্যন্ড্রয়েড এর থিমে তৈরী।

অপারেটিং সিস্টেম:

অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে ডিভাইসটিতে।

বডি ডিসপ্লে

প্রিমো আর ৬ ম্যাক্স ডিভাইসটি বাজারে নীল ও কালো রঙে পাওয়া যাবে। ডিভাইসটি বেশ গ্লসি এবং মিরর রিফ্লেকটিভ। প্লাস্টিক বিল্ড এবং রিয়ার প্যানেলের গ্র্যাডিয়েন্ট ইফেক্টের কারণে ডিভাইসটির লুক বেশ প্রিমিয়াম। ডিভাইসটির উচ্চতা ১৫৯.৮ মিলিমিটার এবং প্রসস্থ ৭৬.৫ মিলিমিটার।  ব্যাটারি সহ এর ওজন প্রায় ১৭২ গ্রাম।

প্রিমো আর৬ ম্যাক্সে রয়েছে ২.৫ডি ৬.২৬” এইচ.ডি কার্ভড আই.পি.এস ডিসপ্লে।  ইদানিং বড় ডিসপ্লে স্মার্টফোন বেশ জনপ্রিয়।

 ক্যামেরা

প্রিমো আর৬ ম্যাক্স ডিভাইসটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। ফোনটির রিয়ারে ১৩+২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার ১৩ মেগাপিক্সেল হচ্চে প্রথান আর ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর হিসেবে কাজ করবে। ক্যামেরা এ্যাপার্চার F2.0 হওয়ায় লো লাইটে ভালো কোয়ালিটির ছবি উঠানো যাবে। এছাড়া ১০৮০ পিক্সেল রেজুল্যুশনে ভিডিও রেকর্ড করা যাবে।

সেলফি ক্যামেরা হিসেবে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ৮ মেগাপিক্সেল পিডিএএফ টেকনোলোজির ক্যামেরা। পোটরেইট, ফেস বিউটি প্রভৃতি ফিচারস থাকছে।

ক্যামেরা ইউ আই

হার্ডওয়্যার

প্রিমো আর৬ ম্যাক্মে ইউজ করা হয়েছে ১.৬ গিগাহার্জ এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর।  আর এই প্রোসেসর-টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স  দ্বারা পরিচালিত।সাথে আরো রয়েছে ৩ জিবি র‌্যাম এবং জিই৮৩২২ জি.পি.ইউ।

কোন প্রকার ল্যাগিং ছাড়া গেমিং এর দারুন অভিজ্ঞতা নেয়া যাবে।  এক সাথে অনেকগুলো আপ্যাস ব্যাবহার করা যাবে। স্প্লিট স্ক্রীনের সুবিধাতো থাকছেই। ব্যাটারি এর দিক দিয়েও এটি অনেক সাশ্রয়ী হবে আশা করা যাচ্ছে।

 

বেঞ্চমার্ক স্কোর

ডিভাইসটিতে আমরা এনটুটু বেঞ্চমার্কিং স্কোর করেছি। আর স্কোর হয়েছে ৭৩১০৭, এছাা গিকবেঞ্চ অ্যাপে সিঙ্গেল কোর স্কোর ৮২১ এবং মাল্টি কোর স্কোর ৩৪৪১

ফিঙ্গারপ্রিন্ট

স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ক্যামেরা মডিউলএর ঠিক কাছেই থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা  সর্বোচ্চ ৫ টি ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করবে।  ফিঙ্গারপ্রিন্টের রেসপন্স টাইম ০.১ সেকেন্ড; যা সত্যি বেশ দ্রুত গতির।

ফেস আনলক

ডিভাইসটির ১৬ মেগাপিক্সেল ক্যামেরা পাশাপাশি  এআই সাপোর্ট থাকার কারনে, এই ডিভাইসটি সিকিউরিটির জন্য আরেকটি বিশেষ ফিচার দিচ্ছে, যা হচ্ছে ফেস আনলক।

ব্যাটারি

প্রিমো আর৬ ম্যাক্স স্মার্টফোনটিতে থাকছে ৪০০০ মিলি এ্যম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি।  ডিভাইসটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং  সম্পূর্ণ ডিভাইসটি চার্জ হতে প্রায় ২ ঘন্টারও কম সময় লাগবে।

অনলাইন থিম স্টোর

প্রিমো আর ৬ ম্যাক্স এ বিন্ডইন অনলাইন থিম স্টোর আপস অ্যাড করা হয়েছে ১ হাজারেরও বেশি থিম পাওয়া যাবে।

Walton Primo R5 V/S Primo R6 Max

ওয়ারেন্টি

ওয়ালটন এর অন্যসব ফোনের মতই এতে পাওয়া যাবে রিপ্লেসমেন্ট এবং ওয়ারেন্টি সুবিধা।

 

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন