Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 44  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Walton Primo E10 Hands On Review

সাশ্রয়ী এবং বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চাইলে ওয়ালটন এর E Series এর জুড়ি মেলা ভার। আর ওয়ালটনের ই সিরিজের নতুন ডিভাইস হলো প্রিমো ই১০। এই ডিভাইসটি মুলত সাধারন অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। ডিভাইসটিতে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ২ হাজার এম.এ.এইচ ব্যাটারি ও ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। প্রিমো ই১০ এর মুল্য নির্ধারণ করা হয়েছে ৩,৩৯৯ টাকা মাত্র। এক নজরে প্রিমো ই১০
  • অ্যান্ড্রয়েড ৮.১ গো এডিটেশন
  • ১.৩ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর
  • ৫ ইঞ্চি FWVGA ডিসপ্লে, ২.৫ ডি কার্ভ গ্লাস
  • ৫১২ মেগাবাইট র‍্যাম; ৮ জিবি রম
  • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২,০০০ এমএএইচ ব্যাটারি
বক্স এর ভেতর যা যা থাকছেঃ
  •  প্রিমো ই১০ ডিভাইস
  • চার্জিং আড্যাপ্টার
  • ইউএসবি চার্জিং ক্যাবল
  • সিম ইজেক্টর পিন
  • একটি হেডফোন
  • ইউজার ম্যানুয়াল এবং সেফটি ইন্সট্রাকশন
অপারেটিং সিস্টেম  প্রিমো ই ১০ এ থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও গো এডিশন। সাথে রয়েছে স্টক থিম। ফলে  অ্যাপ অপেনিং অনেক ফাস্ট ও স্মুথ।
ক্যামেরা  সুন্দর মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করার জন্য এতে দেয়া হয়েছে বিএসআই সেন্সর যুক্ত ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ডিসপ্লে ও বডি প্রিমো ই১০ ফোনটিতে রয়েছে ২.৫ডি ৫ ইঞ্চি FWVGA প্রযুক্তির উজ্জল ডিসপ্লে।এলিগেন্ট ডিজাইনের প্রিমো ই১০ প্ল্যাস্টিক মেইড।
ডিভাইসটিরপিছনের দিকটা কার্ভ ডিভাইসটির হওয়ায় হাতে খুব সহজেই গ্রিপ করা যায়। ব্যাটারি সহ ডিভাইসটির ওজন ১৫৬ গ্রাম। ১০ মিমি. পুরু ডিভাইসটির দৈঘ্য ১৪৫ মিমি. এবং প্রস্থ  ৭৪.২ মিমি. এছাড়াও  ৪টি ভিন্ন কালারে পাওয়া যাবে। কালার গুলোর মধ্যে রয়েছে ব্লু, লাইট ব্লু, রেড , পারপেল কালারে।
হার্ডওয়্যার ওয়ালটন প্রিমো ই১০ রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর, ৮ জিবি রম এবং ৫১২ মেগাবাইট র‌্যাম। মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বৃদ্ধি করা যাবে। জিপিউ হিসেবে থাকছে মালি ৪০০। মাল্টিটাস্কিং, ইন্টারনেট ব্রাউজিং, এইচডি ভিডিও প্লেব্যাক, সাধারন গেমস অনায়াসে খেলা যাবে।
প্রিমো ই ১০ এ থাকছে ওটিএ সুবিধা। এর ফলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে কোনো বাগ থেকে থাকলে সহজেই ফিক্স করা যাবে।
ওয়্যারেন্টি ওয়ালটন এর অন্যসব ফোনের মতই এতে পাবেন জেনারেল ১ বছরের ওয়ারেন্টি সুবিধা, আর ১০১ দিনের প্রায়োরিটি সার্ভিস। আর ৭ দিনে রিপ্লেস্মেন্ট গ্যারান্টি তো থাকছেই।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন