স্মার্ট টিভি কেনার জন্যে এখানে আমি আপনাকে কিছু পরামর্শ দিব যার মাধমে আপনি টিভি কিনতে গেলে আর কোন সমস্যায় পরবেন না । র্তমানে আমাদের সবার ঘরেই প্রায় একটি টিভি রয়েছে। এই সকল টিভি কিছু আছে স্মার্ট আবার কিছু আছে LED টিভি। আর যারা বর্তমানে একটি নুতুন টিভি কেনার কথা ভাবছেন তাদের জন্যে আমার পরামর্শ থাকবে হলো একটি smart android TV কেনার।
বর্তমানে বাজারে আপনি টিভি কিনতে গেলে প্রচুর পরিমান কোম্পানি পাবেন। যারা LED স্মার্ট টিভি বিক্রি করছে। প্রত্যেক কোম্পানি তাদের টিভি কে আলাদা আলাদা মডেলে বাজারে নিয়ে আসছে। আবার এক এক টিভি এর এক এক ফীচার বা ফাঙ্কশন রয়েছে। এই ফীচার বা ফাংশনের জন্যে আবার আপনি আলাদা আলাদা সুবিধা পাবেন।
তাই এতো টিভি এর মধ্যে কোনটা ভালো। বা আপনি কোনটা কিনবেন ইত্যাদি বিভিন্ন ধরণের প্রশ্ন আপনাদের মাথায় থাকতে পারে। তাই একটা স্মার্ট টিভি কেনার পূর্বে আপনার সাধারণ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। তাতে আপনার স্মার্ট টিভি কিনতে আরো অনেক সুবিধা হবে। এবং টিভি কিনে আপনি কখনো ঠকবেন না। আর একটা কথা মাথায় রাখবেন আপনি যখন একটা টিভি কিনতে যাবেন তখন কিন্তু আপনি যদি টিভি সম্পর্কে তেমন ভালো না জানেন তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে।
একটি স্মার্ট টিভি কিনতে গেলে কোন বিষয়ে মাথায় রাখবেন ?


স্মার্ট টিভি
আপনার স্মার্ট টিভি সম্পর্কে ধারণা না থাকলে স্মার্ট টিভি কিনতে আপনার প্রচুর সমস্যা হতে পারে। স্মার্ট টিভি বলতে সাধারণত আমরা সেই টিভি কে বুঝি যা আমাদের হাতের মোবাইল ফোনের মতো করে আমরা অনলাইনের থাকা বিভিন্ন apk এপপ্স ব্যবহার করতে পারি। যাই হোক যারা নুতুন টিভি কেনার কথা ভাবছেন কিন্তু টিভি সম্পর্কে কোনো ধারণা নেই তারা আমাদের আজকের পর্ব ভালো করে দেখুন। আশা করি আপনার আর কোনো কনফিউশন থাকবে না একটি টিভি কিনতে গেলে।
আপনি যদি টিভি কিনতে যান তাহলে এই কয়েকটি বিষয় মাথায় রাখুন –
১. কোন ব্র্যান্ডের টিভি ভালো
এই ক্ষেত্রে আমি আপনাদের স্যামসুং টিভি এর কথা বলবো। কিন্তু স্যামসুং টিভি এ প্রচুর পরিমান দাম। দাম অনেক বেশি হওয়ার কারণে অনেকেই এই স্যামসাঙ টিভি কেনে না। তবে দাম বেশি হলেও কিন্তু এই টিভি এর গুনগত মান অনেক ভালো। কিন্তু আপনার যদি স্যামসুং টিভি কেনার মতো সামর্থ না থাকে তাহলে আপনাকে আমি পরামর্শ দিবো pentanik android smart কেনার জন্যে।
আমি নিজেও পেন্টানিক টিভি ব্যবহার করি। এই টিভি এর গুণগত মান অন্য অন্য ব্র্যান্ড এর স্মার্ট টিভি থেকে আরো অনেক গুন্ ভালো। আমি পেন্টানিক টিভি ব্যবহার করছি ৪ বছর এখনো টিভি তে কোনো সমস্যা হয় নাই। তাই আপনাদের পরামর্শ দিলাম। যাই হোক সামসুং টিভি এর মতো পেন্টানিক টিভিতেও আপনি ব্র্যান্ড এর সার্ভিস, প্রোডাক্ট কোয়ালিটি এবং ফীচার অনেক ভালো পাবেন।
মন্তব্য করুন