আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
আজ নিয়ে আসলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন “SEO” নিয়ে বিস্তারিত আলোচনা পর্ব-৩।
তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
কন্টেন্ট অপ্টিমাইজেশন
মানসম্মত তথ্য এবং সার্ভিস
মানসম্মত ও স্বত্ত্ব কন্টেন্ট বা তথ্য হচ্ছে একটি ওয়েবসাইট জনপ্রিয় করার মূল হাতিয়ার । এটি একদিকে যেমন ব্যবহারকারীদেরকে সাইটে নিয়মিত আসতে প্রভাবিত করে , তেমনি গুগলের কাছেও সাইটের গুরুত্ব বেড়ে যায় । ওয়েবসাইটে লেখা সংযােজন করার পূর্বে কিওয়ার্ড নিয়ে গবেষণা এবং লেখায় এর প্রতিফলন থাকা প্রয়ােজন । গুগলের ” এডওয়ার্ডস সাইটে এজন্য একটি টুল রয়েছে যা একটি কিওয়ার্ড কতটা জনপ্রিয় তা যাচাই করতে সাহায্য করে । পাশাপাশি এই টুলের মাধ্যমে নতুন নতুন কিওয়ার্ড সম্পর্কে জানা যায় ।
সাইটটির ঠিকানা হচ্ছে – Google Adward Keyword Planner
তাছাড়া গুগলের ” ওয়েবমাস্টার টুলস ” সাইটে শীর্ষ কিওয়ার্ডের একটি লিস্ট পাওয়া যায় , যা থেকে ব্যবহারকারীরা সাইটে ভিজিট করার পূর্বে গুগলে কোন কিওয়ার্ড ব্যবহার করে আসে তা জানা যায় । ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করার সময় বানান এবং ব্যাকরণের দিকে খেয়াল রাখা উচিত । লেখায় একাধিক বিষয়বস্তু থাকলে সেটিকে কয়েকটি প্যারাগ্রাফে ভাগ করে এবং শিরােনাম সহকারে লেখা উচিত ।
এংকর টেক্সটের যথাযথ ব্যবহার
এংকর টেক্সট ( Anchor ext ) হচ্ছে HTML এর link tag বা এংকর ট্যাপের ভেতরের শব্দগুচ্ছ যাতে ক্লিক করে অন্য কোন পৃষ্ঠা বা সাইটে যাওয়া যায়। এই টেক্সটি গুগল এবং ব্যবহারকারীদেরকে লিংক সম্পর্কে পূর্ব ধারণা দেয় । এই লিংকটি একই সাইটের অন্য কোন পৃষ্ঠার সাথে হতে পারে অথবা ভিন্ন কোন সাইটের সাথে সংযুক্ত হতে পারে । এংকর টেক্সটে “click here” , ” Page ” বা “Article” এই জাতীয় সাধারণ শব্দ ব্যবহার না করে লিংককৃত পৃষ্ঠার বর্ণনামূলক হওয়া উচিত । এংকর টেক্সটাট যাতে অল্প কয়েকটি শব্দের সমন্বয়ে হয় সে দিকে খেয়াল রাখতে হবে , সম্পূর্ণ একটি বাক্যকে এংকর টেক্সট হিসেবে ব্যবহার করা ঠিক নয় । একটি সাধারণ লেখা থেকে লিংককে যাতে আলাদাভাবে চেনা যায় সেজন্য এংকর টেক্সটে ভিন রং , আন্ডারলাইন ইত্যাদি css স্টাইল ব্যবহার করা যেতে পারে ।
যেমন ধরুন আপনি কোনো ওয়েবসাইটের লিংক পোস্টে লিখবেন, কীভাবে…..???
ওয়েবসাইটে ছবি বা ইমেজ যুক্ত করার সময় HTML এর img src = ” img_link ” alt = “__” ট্যাগের মধ্যকার alt এট্রিবিউটে ছবির বর্ণনা যুক্ত করা উচিত । এর ফলে কোন ব্রাউজারে যদি ছবিটি না আসে তাহলে এই এট্রিবিউটের লেখাটি দৃশ্যমান হবে । একটি ছবিকে লিংক হিসেবে ব্যবহার করার সময় এটি এংকর টেক্সটেরও কাজ করে । অন্যদিকে এর মাধ্যমে গুগলের ইমেইজ সার্চের সাহায্য ব্যবহারকারীরা ছবিটি খুজে পাবে । ছবির বর্ণনার পাশাপাশি ছবির ফাইলে নামও | বর্ণনামূলক ও সংক্ষিপ্ত হওয়া প্রয়ােজন । সাইটের সাইটম্যাপ ফাইলের মত ছবির জন্যও একটি XML সাইটম্যাপ তৈরি করা যায় , যা গুগলকে ওয়েবসাইটের সকল ছবি সম্পর্কে ভাল ধারণা দেয় ।
হেডিং ট্যাগ
HTML , এ h1 থেকে শুরু করে h6 পর্যন্ত ৬টি হেডিং ট্যাগ রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরােনামকে h1 ট্যাগের মধ্যে এবং কম গুরুত্বপূর্ণ তথ্যকে পর্যায়ক্রমে অন্যান্য হেডিং ট্যাগের মধ্যে লেখা হয় । হেডিং ট্যাগের লেখা যেহেতু পৃষ্ঠার অন্যান্য লেখা থেকে আকারে বড় হয়ে থাকে তাই এটি ব্যবহারকারীদের দৃষ্টি সহজেই আকৃষ্ট করতে সক্ষম হয় এবং লেখার বিষয়বস্তু সম্পর্কে অবহিত করতে ব্যবহারকারী ও গুগলকে সহায়তা করে । তবে একটি পৃষ্ঠায় মাত্রাধিক হেডিং ট্যাগ যাতে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।
ক্রাওলার উপযােগী এসইও
robots . txt ফাইলের ব্যবহার
ক্রাউলার ( Crawler ) হচ্ছে একধরনের কম্পিউটার প্রােগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ব্রাউজিং করে এবং নতুন নতুন তথ্য তার ডাটাবেইজে সংরক্ষণ ( বা ক্রাউলিং ) এবং সাজিয়ে বা ইন্ডেক্সিং রাখে । ক্রাউলার প্রোগ্রামকে প্রায় সময় ইন্ডেক্সার , বট , ওয়েব স্পাইডার , ওয়েব রােবট ইত্যাদি নামে ডাকা হয় । গুগলের ক্রাউলারটি গুগলবট নামে পরিচিত । গুগলবট নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেটে বিচরণ করে বেড়ায় এবং যখনই নতুন কোন ওয়েবসাইট বা নতুন কোন তথ্যের সন্ধান পায় , এটি গুগলের সার্ভারে সংরক্ষণ করে রাখে । robots.txt হচ্ছে এমন একটি ফাইল যার মাধ্যমে একটি সাইটের নির্দিষ্ট কোন অংশকে ইন্ডেক্সিং করা থেকে সার্চ ইঞ্জিন তথা ক্রাউলারকে বিরত রাখা যায় । এই ফাইলটিকে সার্ভারের ফুল ফোল্ডারের মধ্যে রাখতে হয় । একটি সাইটে এমন অনেক পৃষ্ঠা থাকতে পারে যা ব্যবহারকারী ও সার্চ ইঞ্জিন উভয়ের কাছে অপ্রয়ােজনীয় , সেক্ষেত্রে এই ফাইলটি (robots.txt) হচ্ছে একটি কার্যকরী সমাধান । গুগলের ওয়েবমাস্টার টুলস সাইট থেকে এই ফাইল তৈরি করা যায় ।
nofollow লিংক সম্পর্কে সতর্কতা
গুগলবট একটি সাইটকে যখন ক্রাউলিং করতে থাকে তখন সেই সাইটে অন্য সাইটের লিংক পেলে তাতে ভিজিট করে এবং সেই সাইটকেও এমউলিং করে । এক্ষেত্রে একটি সাইটের পেজরেংক (PR) এর উপর অন্য সাইটের পেজরেংকের প্রভাব পড়ে । HTML ট্যাগের ট্যাগের মধ্যে ” rel ” এট্রিবিউটে
“nofollow” দিয়ে রাখলে গুগল সেই লিংকে ভিজিট করা থেকে বিরত থাকে । nofollow লেখার নিয়ম হচ্ছে – site name এটি মূলত বিভিন্ন ব্লপিং সাইটে পাঠকদের মন্তব্যে অবস্থিত লিংকে ব্যবহৃত হয় , যা স্প্যামার বা অনাকাঙিত ভিজিটরদেরকে তাদের সাইটের পেজরেংক বাড়ানাে প্রতিরােধ করে । এটি অযাচিত মন্তব্য প্রদানে স্প্যামারদেরকে নিরুৎসাহিত করে । তবে যেসকল ক্ষেত্রে স্প্যাম প্রতিরােধের ব্যবস্থা রয়েছে সেখানে nofollow ব্যবহার না করা ভাল এতে পাঠকরা মন্তব্য প্রদানে উৎসাহিত হবে এবং সাইটের সাথে তাদের যােগাযােগ আর বেশি হবে ।
ওয়েবসাইটের প্রচারণা এবং বিশ্লেষণ
সঠিক পদ্ধতিতে প্রচারণা একটি সাইটকে যখন অপর একটি সাইট লিংকের মাধ্যমে সংযুক্ত করে তখন একে বলা হয় ব্যাকলিংক ( Backlink ) । একটি সাইটের ব্যাকলিংক যত বেশি হবে গুগলের কাছে সেই সাইটের গুরুত্ব তত বাড়তে থাকবে এবং এর পেজরেংকও বাড়তে থাকবে । ফলস্বরূপ সার্চের মাধ্যমে আরো বেশি সংখ্যক ব্যবহারকারী সাইটে আসবে । বেশি করে ব্যাকলিংক পাবার জন্য ওয়েবসাইটে মানসম্মত তথ্য থাকা এবং এর সঠিক প্রচারণা প্রয়ােজন । একটি সাইটে ভাল তথ্য থাকলে ব্যবহারকারীরা তাদের ওয়েবসাইটে স্বেচ্ছায় ব্যাকলিংক সংযুক্ত করবে । একটি ওয়েবসাইটের প্রচারণা দুই ধরনের হতে পারে
অনলাইন প্রচারণার মধ্যে অন্যতম হচ্ছে ব্লগিং । ওয়েবসাইটের সাথে একটি ব্লগ সংযুক্ত থাকলে এর মাধ্যমে ওয়েবসাইটের নতুন নতুন সার্ভিস বা পণ্যের সাথে ব্যবহারকারীদেরকে সহজেই পরিচয় করিয়ে দেয়া যায় । অনলাইন প্রচারণার মধ্যে আরেকটি পদ্ধতি হচ্ছে বিভিন্ন সামাজিক নেটওয়ার্কিং ও কমিউনিটি সাইটে প্রচারণা । তবে এসব সাইটে প্রচারণার ক্ষেত্রে একটু সংযমী হওয়া প্রয়ােজন । ওয়েবসাইটের প্রত্যেকটি নতুন তথ্য বা যে কোন ছােটখাট পরিবর্তন শেয়ার না করে বেছে বেছে ভাল তথ্যগুলাে সবাইকে জানানাে উচিত । অন্যথায় এটি অন্যদের বিরক্তির উদ্রেক করে । নিজের সাইটের সমজাতীয় কমিউনিটি সাইট বা বিভিন্ন ফোরামে প্রচারণা করা ভাল , তবে সেসকল সাইটে অযথা পােস্ট প্রদান বা স্প্যামিং যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অফলাইন প্রচারণার মধ্যে রয়েছে সংবাদপত্রে বিজ্ঞাপন , বিজনেস কার্ড তৈরি , পোস্টার , লিফলেট , নিউজলেটার প্রকাশ
ধন্যবাদ, আপনার লেখা টা সুন্দর হয়েছে। এখন সার্চ ইঞ্জিনে ভাল করার জন্য ওয়েবসাইটের UX বা User Experience বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আশা করি পরবর্তী আলোচনায় এই ব্যাপারে আমাদের কে জানাবেন। অগ্রিম ধন্যবাদ আপনাকে।
Hello there!
This is my 1st comment here so I just wanted to give a quick shout out and tell you I genuinely enjoy reading your blog posts.
Can you recommend any other blogs/websites/forums that cover the
same subjects? Appreciate it! From –BDedunews.com
মন্তব্য
ধন্যবাদ, আপনার লেখা টা সুন্দর হয়েছে। এখন সার্চ ইঞ্জিনে ভাল করার জন্য ওয়েবসাইটের UX বা User Experience বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আশা করি পরবর্তী আলোচনায় এই ব্যাপারে আমাদের কে জানাবেন। অগ্রিম ধন্যবাদ আপনাকে।
Hello there!
This is my 1st comment here so I just wanted to give a quick shout out and tell you I genuinely enjoy reading your blog posts.
Can you recommend any other blogs/websites/forums that cover the
same subjects? Appreciate it! From –BDedunews.com
ধন্যবাদ বিডি ফেয়ার 24 ! পোস্টটি ভালোই হয়েছে তবে কাজগুলি ওয়ার্ডপ্রেসে কীভাবে করতে হয় তা দেখালে আরও উপকৃত হতাম।
অনেক উপকার হয়েছে ভাই।
অনেক কিছুই জানতে পারলাম।
পরের পোস্টের অপেক্ষায় রইলাম।
thanks for you cmnt
stay with us