প্রযুক্তিপ্রেমীদের জন্য সুখবর।
পৃথিবীর সবচেয়ে পাতলা কীবোর্ড তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে প্রখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সিএসআর। এই কীবোর্ডটির পুরুত্ব মাত্র আধা মিলিমিটার যা এক ‘তা’ কাগজের পুরুত্বের সমান। এতে রয়েছে টাচস্ক্রিন ও ওয়্যারলেস প্রযুক্তি। দেখতে স্বচ্ছ।কম্পিউটারের দূরে বসেও এটি অনায়াসে ব্যবহার করা যায়। আগামী বছর থেকে এই কীবোর্ডটি বাজারে পাওয়া যাবে।
জার্মানির বার্লিনে বৃহস্পতিবার কীবোর্ডটির পরীক্ষামূলক প্রদর্শন হয়।
সিএসআর-এর পল উইলিয়ামসন নামে এক নির্বাহি বলেন, আপাতত মনিটরের অল্প দূরে বসে এই কীবোর্ডের সাহায্যে কাজ করা যাবে। আগামী বছর থেকেই এটি গ্রাহকের হাতে পৌছাবে। আমরা আপাতত একাধিক আকারের কীবোর্ড বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছি।
মন্তব্য করুন