জিনিসপত্রে আপনার হাতব্যাগটা পুরোপুরি ভরে গিয়েছে? এমনই ঠাসাঠাসি অবস্থা যে মোবাইল ফোনটাও রাখার জায়গা নেই? ঠিক আছে, ওটাকে গোল করে পাকিয়ে একপাশে ভরে নিন না। অনেক কম জায়গা নেবে।
ভাবছেন, এ আবার কী উদ্ভট কথা! মোবাইল ফোন আবার গোল করে পাকানো যায় না কি? শুধু গোল করে পাকানোই নয়, চাইলে টেনে আরও লম্বাও করে নিতে পারেন আপনার সাধের ফোন। হ্যাঁ, আর কিছুদিনের মধ্যেই বাজারে আসছে এই নতুন প্রযুক্তির মোবাইল। মোবাইল ছাড়াও একই প্রযুক্তিতে টিভি বানানোরও চিন্তা-ভাবনা করছেন বৈজ্ঞানিকরা।
পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে বৈজ্ঞানিকরা এক নতুন ধরনের স্বচ্ছ বৈদ্যুতিক কন্ডাক্টর প্রস্তুত করেছে। এই নতুন কন্ডাক্টরের সাহায্যেই স্বচ্ছ ও ভাঁজ করা যায় এমন মোবাইল ফোন তৈরি সম্ভব বলে জানা গিয়েছে। এই কন্ডাক্টরের মধ্যে রয়েছে আল্ট্রা হাই স্ট্রেচেবিলিটি। ইউনিভার্সিটি অফ হাউস্টনের গবেষক জিফেং রেন এ কথা জানিয়েছেন। প্রথমে এই নতুন প্রযুক্তিতে মোবাইল ফোন তৈরি হলেও, এর সাহায্যে অন্য বৈদ্যুতিন সরঞ্জাম তৈরির বিষয়েও চিন্তা-ভাবনা করছেন বৈজ্ঞানিকরা। যাতে সহজেই গুটিয়ে ব্যাগে ভরে ভবিষ্যতে ফ্রিজ, টিভির মতো বড়সড় বৈদ্যুতিক সরঞ্জাম এক জায়গা থেকে অন্যত্র সরানো যায়।
মন্তব্য করুন