সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পত্রিকা দেখতে দেখতে একটা জিনিস চোখে পরল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমাদের কষ্টের দিন নাকি শেষ। এখন থেকে আর মোবাইল আর চার্জার নিয়ে দৌড়া দউরি করতে হবে না। কারন এবার আলাদা করে আর চার্জার লাগিয়ে মোবাইল চার্জ করতে হবে না। কথা বললেই মোবাইল চার্জ হয়ে যাবে। এমনকি আশপাশের শব্দ থেকেও মোবাইল চার্জ গ্রহণ করবে। নোকিয়া ও কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এমনই এক ন্যানোজেনারেটর। এর মাধ্যমে দৈনন্দিন শব্দ যেমন ট্রাফিকের আওয়াজ, গান, এমনকি নিজের গলার আওয়াজেও চার্জ করা যাবে মোবাইল ফোন। এই ন্যানো জেনারেটরে ব্যবহার করা হয়েছে জিঙ্ক অক্সাইডের মতো উপাদান। ন্যানোরড-এর মাধ্যমে শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করবে। ন্যানোরড উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ তৈরি করতে পারে। দৈনন্দিন শব্দের ফলে তৈরি হওয়া ভোল্টেজ ব্যবহার করে চার্জ হবে মোবাইল। ন্যানোজেনারেটরে ৫ ভোল্ট করে বিদ্যুৎ তেরি হবে যা একটি মোবাইল চার্জ করতে যথেষ্ট।
যাহোক কথা সেটা না কথা হল যেভাবেই হোক আমাদের জীবন তো সহজ করেছে আর কি চাই। আশায় আছি দেখি কবে এদেশে আসে।
মন্তব্য করুন