Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 54  »  মোট কমেন্টস: 8  
Facebook
Google Plus
Twitter
Linkedin

এখন থেকে উইন্ডোজেও চলবে অ্যানড্রয়েড অ্যাপস

উইন্ডোজেও চলবে অ্যানড্রয়েড অ্যাপসএখন থেকে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমেও অ্যানড্রয়েড অ্যাপস চলবে। এসব ডিভাইসে অ্যানড্রয়েড চালানোর জন্য টুলস তৈরি করেছে গুগল। এই টুলসটির নাম ‘আর্ক ওয়েলডার’। টুলসটি র‌্যাপারের কাজ করবে। গুগলের সফটওয়ারটি অ্যানড্রয়েড অ্যাপসটি কম্পিউটারে চালানোর জন্য প্রয়োজনীয় জায়গা তৈরি করবে। একই সঙ্গে এটি বিভিন্ন কম্পিউটারে কাজের উপযোগী করার জন্য প্রয়োজনীয় কোড সংগ্রহ করবে।

আর্ক ওয়েলডার প্রথম গুগল ক্রোমের জন্য তৈরি করা হয় ২০১৪ সালে। এরপর এটি গুগলের ডিভাইসে চালানো হয়। গুগলের ডিভাইসে সফলভাবে এটি পরিচালনার পর গুগল আর্ক ওয়েলডার দিয়ে অন্যসব অপারেটিং সিস্টেমে অ্যানড্রয়েড অ্যাপ চালু করার ঘোষণা দেয়।

গুগল জানিয়েছে, এই টুলসটি অ্যানড্রয়েড অ্যাপসটিকে অপারেটিং সিস্টেম অনুযায়ী কনভার্ট করে নেয়। কাজটি দ্রুতই সম্পন্ন হয়। ফলে ব্যবহারকারীদের কোনো ধরণের বিড়ম্বনায় পড়তে হবে না। গুগল মনে করছে এই টুলসটি ডেভেলপারদের কাজে সাহায্য করবে।

e-HostBD Hosting Service
ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন