আর্ক ওয়েলডার প্রথম গুগল ক্রোমের জন্য তৈরি করা হয় ২০১৪ সালে। এরপর এটি গুগলের ডিভাইসে চালানো হয়। গুগলের ডিভাইসে সফলভাবে এটি পরিচালনার পর গুগল আর্ক ওয়েলডার দিয়ে অন্যসব অপারেটিং সিস্টেমে অ্যানড্রয়েড অ্যাপ চালু করার ঘোষণা দেয়।
গুগল জানিয়েছে, এই টুলসটি অ্যানড্রয়েড অ্যাপসটিকে অপারেটিং সিস্টেম অনুযায়ী কনভার্ট করে নেয়। কাজটি দ্রুতই সম্পন্ন হয়। ফলে ব্যবহারকারীদের কোনো ধরণের বিড়ম্বনায় পড়তে হবে না। গুগল মনে করছে এই টুলসটি ডেভেলপারদের কাজে সাহায্য করবে।
মন্তব্য করুন