Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 56  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

আইওএস ১৫.৪ এবং আইপ্যাড ওএস ১৫.৪ আসছে আগামী সপ্তাহে

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো অ্যাপলের সবচেয়ে বড় ইভেন্ট। এবারের ইভেন্টে আইপ্যাড এয়ার, নতুন আইফোন এসই এবং নতুন রঙের আইফোন ১৩ উন্মোচন করা হয়। এর মধ্যেই প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় আইওএস ১৫.৪ এবং আইপ্যাড ওএস ১৫.৪ উন্মোচনের।

সংবাদ মাধ্যম হাউটুগিক জানায়, আগামী সপ্তাহেই আসছে এই দুটো অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণগুলো। সপ্তাহের শুরু থেকেই বিনামূল্যে ওএসগুলো আপডেট করে নেওয়া যাবে।

e-HostBD Hosting Service

প্রতিষ্ঠানটি জানায়, নতুন ওএসের সঙ্গে যে ফোন আসছে সেগুলো বিতরণ শুরু হবে এমাসের ১৮ তারিখ থেকে। সুতরাং ধরে নেওয়া যাচ্ছে ঠিক ওই দিনই ওএসগুলোও বাজারে আসবে। আবার একই দিন ম্যাকওএস ১২.৩-ও উন্মোচিত হবে বলে জানায় সংবাদ মাধ্যমটি। এগুলো ছাড়াও একটি কিবোর্ড এবং মাউস দিয়ে ম্যাক এবং আইপ্যাড দুটোই ব্যবহারের সুবিধা অর্থাৎ ইউনিভার্সাল কন্ট্রোলটিও চালু হবে আগামী সপ্তাহে। এর জন্য নতুন কোনও সেটআপ লাগবে না।

তবে এগুলো ছাড়া অ্যাপলের ওয়াচওএস ৮.৫ এবং টিভিওএস ১৫.৪ এই সংস্করণ কবে বাজারে আসবে সে সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি। যেহেতু অ্যাপল একসঙ্গে তার সব ওএস উন্মোচনের চেষ্টা করছে, তাই বলা যায় এগুলোও হয়তো আগামী সপ্তাহেই বাজারে আসবে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন