হেলো বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি এই বছরটি সবার জন্য ভাল কাটবে। আমার জন্য ও আপ্নারা দয়া করবেন জাতে আমিও ভাল থাকি। আজকে আপনাদের একটা সফটওয়্যার এর খোঁজ দিবো জেতা দিয়ে আপনারা আপনার পিসির যেকোনো সফটওয়্যার কে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন।
প্রথমে নিছের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
এরপর ইন্সটল দিন। ইন্সটল দিতে গেলে নিছের ছবির মতো admin password চাবে ওখানে আপনার ইচ্ছা মতো password দিন।
এরপর ইন্সটল সেশ হলে ওপেন করুন দেখবেন নিছের ছবির মতো একটা window ওপেন হবে ।
এখানে add button এ ক্লিক করে আপনি যে সফটওয়্যার এ password দিতে চান সেতি শো করে দিন। মানে হল আপনি যদি চান Mozilla Firefox কেউ চালাতে পারবেনা। তাহলে মোজিলা অ্যাড করে দিন তাহলে কেউ এটি ওপেন করতে চাইলে admin password চাইবে।
ওকে আজ এখনেই। কোন প্রব্লেম হলে comment করুন।
মন্তব্য করুন