Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

আপনার পিসিকে নিয়ন্ত্রণ করুন মোবাইল দিয়ে

বন্ধুরা কেমন আছেন। আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজ একটা মজার জিনিস নিয়ে লিখতে বসলাম। আপনারা হইত অনেকেই জানেন আবার অনেকেই জানেন না । যারা জানেন না তাদের জন্য আজকের এ পোস্ট। আজকের বিষই হল মোবাইল দিয়ে পিসি কন্ট্রোল করা। আপনাদের যাদের JAVA or
Symbian phone আছে তারা মোবাইল দিয়ে পিসিকে কন্ট্রোল করতে পারবেন। এর জন্য একটা কাজ করতে হবে সেটা হল নিছের লিঙ্ক থেকে ছোট একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যার তির নাম হল Salling Clicker . আমি অনেক সফটওয়্যার দেখেছি কিন্তু এই সফটওয়্যার টি আমার কাছে বেশি ভাল মনে হয়েছে তাই শেয়ার করতে লিখতে বসলাম। আপনারা ব্যবহার করলেও বুঝতে পারবেন। সফটওয়্যার টি অনেক ভাল এবং ব্যবহার করে মজা পাবেন। এই সফটওয়্যার টি ফ্রী নই কিনতে হয়ই ।তবে আমি আপনাদেরকে ফ্রী দিচ্ছি। এর সাথে Serial key  আছে।

Download link

ডাউনলোড করার পর Extarct করে ইন্সটল দিন। নিছের মত ছবি দেখতে পারবেন।

e-HostBD Hosting Service

sallingfirst

এখানে Active এ ক্লিক করে সিরিয়াল কী দিয়ে আগে ফুল ভার্সন করে নিন তা না হলে একটু পর পর Disconnect  হবে। ফুল ভার্সন হওয়ার পর উপরে দেখেন লেখা আছে Setup Device এ ক্লিক করেন দেখবেন নিছের মত ছবি আসবে।

sallingfirst02

এখানে আপনার মোবাইল এর Brand and model নাম্বার দিলে নিছে Copy to Desktop নামে একটা অপশন আসবে এখানে ক্লিক করেন। দেখবেন ডেক্সটপ এ একটা ফাইল তৈরি হয়েছে। এই ফাইল টা আপনার পিসি থেকে মোবাইল এ Send করেন। তবে আপনি যেই পিসি কন্ট্রোল করবেন সেই পিসির অবশ্যই Bluetooth থাকতে হবে। এরপর মোবাইল এ যে ফাইল টি Send করেছেন সেটার উপর ক্লিক করেন এবং Connect করেন। এর আগে অবশ্যই mobile এর bluetooth পিসির bluetooth এর সাতে অ্যাড করে নিবেন। Connect হলে system এ জান আর আর ব্যবহার করুন ইচ্ছা মতন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেয……

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন