Hello বন্ধুরা How are you? অনেক দিন ধরে ভাবতে ছিলাম Laptop নিয়া একটা পোস্ট করবো but সময়ই হচ্ছেনা। আজ তাই Laptop নিয়া বসলাম যে কি নিয়া পোস্ট করা যাই। অবশেষে একটা subject পেলাম সেটা হল laptop এর ব্যাটারি। আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি তারা অনেকাই জানি না ল্যাপটপ এর ব্যাটারি কি করে ব্যবহার করতে হই। ঠিকমত ব্যবহার করতে না জানলে ল্যাপটপ এর ব্যাটারি বেশি দিন টিকে না। আর যদি মনে করেন কি দরকার একটা নষ্ট হলে আর একটা কিনবো তাহলে অন্য কথা। তবে যারা ল্যাপটপ এর ব্যাটারি ভালো রাখতে চান তারা আমার এ টিপস টি কাজে লাগাতে পারেন। আমি আপনাদের আজকে একটা সফটওয়্যার আর সাথে পরিচয়ই করে দিচ্ছি যেটা ব্যবহার করলে আপনার ল্যাপটপ এর ব্যাটারি ভালো থাকবে। প্রথমে নিছের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
তারপর ইন্সটল করুন। তারপর নিছের মতো একটা উইন্ডো পাবেন।
Optimize Battery life এই বাটন এ ক্লিক করুন। তারপর দুটি অপশন আসবে আপনি যেকোনো একটা সিলেক্ট করুন। তবে মনে রাখবেন যখন optimize করবেন তখন wifi, battery plug, Blutooth etc বন্ধ রাখবেন। তারপর আপনি নিজাই একটা প্রোফাইল তৈরি করতে পারেন যে যখন ব্যাটারি দিয়া ল্যাপটপ চালাবেন তখন কি কি প্রোগ্রাম বন্ধ বা চালু রাখতে চান। আজ তবে এখানাই। আল্লাহ হাফেয।
মন্তব্য করুন