এর আগে একটা পোস্ট দিয়াছিলাম RAM এর স্পীড নিয়া। আজ আবার আরও একটি সফটওয়্যার নিয়া আসলাম RAM এর জন্য।
আমরা অবিরাম কম্পিউটার ব্যবহার করতে করতে আমাদের কম্পিউটারের RAM কিছুটা জ্যাম হয়ে যায়, এবং তখন দরকার হয় একে ইজি করার, আর তখন RAM Rush নামের একটি সফটওয়্যারের সাহায্যে RAM গতি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়।
মাত্র ৫৩৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করলে নিচে ডানে টাস্কবারে একটি আইকন আসবে। ওই আইকনে ক্লিক করে start optimize অপশনে ক্লিক করলে র্যামের গতি আগের চেয়ে কিছুটা বাড়বে। এ ছাড়া RAM জায়গা কখনো ৮ শতাংশের কম ফ্রি হলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজের মাধ্যমে RAM জায়গা বৃদ্ধি করবে।
Zip Password: anytech
মন্তব্য করুন