Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

যেকোনো সফটওয়্যার এর serial key খুঁজে বের করুন নিমিষেই কোন কষ্ট ছারাই

আমাদের অনেক সফটওয়্যার এর এই ফুল ভার্সন ব্যবহার করার জন্য সিরিয়াল, প্যাচ, ক্রাক কত কিছু খুঁজতে হয় যা সত্যিই ঝামেলার একটা কাজ। এই ঝামেলা থেকে মুক্তি পেতে আপনাদের জন্য নিয়ে এলাম দুইটি সফটওয়্যার যার একটার কাজ হল সিরি য়াল কী, প্যাচ বা ক্রা ক ইন্টারনেট হতে খুঁজে বের করা, আর অপরটির কাজ হল কী তৈরি করা বা জেনারেট করা। প্রথম সফটওয়্যারটির নাম হল Craggle. Google এর সাথে মিল রেখে এর নাম রাখা হয়েছে। এর কাজ হল ইন্টারনেট এ বিভিন্ন ভাল ভাল সাইট হতে ক্র্যাক প্যাচ বা সিরিয়াল খুঁজে বের করা। সফটওয়্যার এর নাম আর ভার্সন লিখে সার্চ দিলে আপনার সামনে কিছুক্ষনের মধ্যে সিরিয়াল ক্রা ক বা প্যাচগুলো এসে যাবে। সফটওয়্যারটি বেশ ভাল। আর দ্বিতীয় সফটওয়্যারটির নাম হল Universal Keygen Genarator. এই সফটওয়্যারটি চালাতে .NET Framework 2 বা তার উপর Install করা থাকতে হবে। এই সফটওয়্যারটির কাজ হল বিভিন্ন সফটওয়্যার এর জন্য সিরি য়াল কী তৈরি করা। এটি অফলাইন এ কাজ করে, আর এতে অনেক সফটওয়্যার এর কী এর লিস্ট আছে। কিন্তু এর সমস্যা হল আপনার সফটওয়্যারটি যদি কমন কোন সফটওয়্যার না হয় তবে এই কী অনেকসময় কাজ করে না। তবে এই সফটওয়্যারটিও বেশ কাজের। দুইটা সফটওয়্যার এই ৫৯৮KB ফাইল এ RAR করা আছে। এখান হতে নামিয়ে নিন।

cragleimg

 

e-HostBD Hosting Service

Download link

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন