Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

যেকোনো ফাইল কে কেটে ফেলুন আবার জোড়া লাগান একদম সহজেই

Hello friends, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে আলোচনা করবো। আগে কেন আলোচনা করবো সেটা একটু বলি। আমরা সবাই নেট থেকে বর বড় ফাইল নামাই। যেমন মুভি গেম ইত্যাদি। কিন্তু অনেক ক্ষেত্রে ফাইল গুলো নামার ক্ষেত্রে আমরা পুরো ফাইল একসাথে পাইনা ফাইল গুলো কে কেটে কেটে উপ্লয়াদ করা হয়। ডাউনলোড করার পর এই ফাইল গুলোকে আবার জোড়া লাগাতে হয়। আজ যে সফটওয়্যার নিয়ে আলোচনা করবো সেটা দিয়ে আপনি যেকোনো ফাইল কেটে ফেলতেও পারবেন আবার জোড়া লাগাতেও পারবেন। আবার অনেক সমই কোন ফাইল এক পিসি থেকে অন্য পিসিতে নিতে হয়ই। হইত আপনার পেনড্রাইভ এর সাইজ অনেক কম কিন্তু ফাইল এর সাইজ অনেক বড় এক্ষেত্রে আপনি ফাইলটিকে কেটে পার করে আবার জোড়া লাগিয়ে কাজ করতে পারেন। যা হক অনেক গুনগান করলাম এখন ডাউনলোড এর পালা। নিছের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

hjsplit
ডাউনলোড লিঙ্ক

e-HostBD Hosting Service
ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন