Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 6  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

বর্তমান ল্যাপটপ জগৎতে ট্রেন্ড এ থাকা সেরা দুইটি ল্যাপটপ

2 Best Trendy Laptop

শখের বসে অনেকে যেমন সারাদিন গেম খেলতে পারে, ঠিক তেমন ভাবে আজকাল পেশা হিসেবেও অনলাইন গেমিং কে বেছে নিচ্ছে। আর তার জন্য প্রয়োজন একটা ভালোমানের একটি ডিভাইস। আজকাল যদিও অনেক বেশি ডিভাইস এর দেখা মেলে, তবু গেমারদের নতুন ল্যাপটপ ক্রয়ের সময় বেশ কিছু সমস্যার সম্মুক্ষিন হতে হয়, এর মধ্যে বড় দুটো সমস্যা হলো কনফিগারেশন এবং দাম নির্বাচন। আজকে আমরা বাজারের ট্রেন্ড এ থাকা সেরা  দুটো ল্যাপটপ নিয়ে কথা বলব, সব দিক বিস্তারিত বিবেচনার পরে আশা করচ্ছি আপনারা খুব সহজেই নির্বাচন করতে পারবেন সেরা ল্যাপটপটি।

Lenovo Legion 5 Pro আর ASUS ROG Strix G17 G713Q এই দুইটি গেমিং ল্যাপটপ ইদানিং বিশ্বব্যাপী গেমারদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। ইন্টেলের বদলে দুটো ল্যাপটপেই রয়েছে Ryzen সিরিজের প্রসেসর। এছাড়াও এই দুটো ল্যাপটপে রয়েছে  NVIDIA GeForce সিরিজের গ্রাফিক্সকার্ড। এর পরেও দুটি ডিভাইসে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য পার্থক্য ।

e-HostBD Hosting Service

Lenovo Legion 5 pro

 Lenovo Legion 5 Pro

প্রথমে যে ল্যাপটপ নিয়ে আমরা কথা বলব সেটি হল Lenovo Legion 5 Pro । ১৬ ইঞ্চি  QHD 165Hz ডিসপ্লের এই ল্যাপটপটির প্রসেসর হিসেবে আছে AMD  Ryzen 7 5800H.

অত্যন্ত শক্তিশালী এই ল্যাপটপ  দীর্ঘ সময় ব্যবহারের পরেও দেবে দূর্দান্ত এক্সপেরিয়েন্স। এই ল্যাপটপটিতে রাইজেনের দুর্দান্ত প্রসেসরটি থাকায় এর হ্যাংক বা স্লো যাওয়ার আশঙ্কা খুবই খিন্ন  আর তুলনামূলক হিটও কম উৎপাদন হবে। এছাড়া স্টোরেজ হিসেবে বিল্ট- ইন রয়েছে 1TB M.2 NVMe PCIe SSD কার্ড। সাধারণ কাজ করার পাশাপাশি  গেম খেলা, গেম স্ট্রিমিং, এডিটিং এর জন্য আপনি পাবেন আপডেটেড NVIDIA GeForce RTX 3070 8GB গ্রাফিক্স কার্ড।  ওজন ২.৪৫ কেজি এই ল্যাপটপের র‍্যাম 16GB 3200 MHz DDR4, যা আপনার দৈনন্দিন ভার্চুয়াল জীবনকে করবে প্রাণবন্ত।

মজার বিষয় হল  এতে আছে এ সময়ের জনপ্রিয় Backlit Keyboard , 4-Zone RGB Backlight। সাধারণ ল্যাপটপের তুলনায় কিছুটা বড় এই কিবোর্ডে ব্যবহার করে আরাম পাবেন। প্রায় ২ লাখ মূল্যের এই কি বোর্ডে ডিস্ক সিস্টেম না থাকলেও ইউ এস বি, ও্যাইফাই, ব্লুটুথ, আপডেটেড অডিও কোয়ালিটির রয়েছে। যার কারনে ইদানিং তরুনরা এই ল্যাপটপের দিকে বেশি ঝুকছে।  তবে যেখানে Lenovo Legion 5 Pro 16 inch এর ব্যাটারি ব্যাক আপ তুলনামূলক কম। মাত্র ৬ ঘন্টা ব্যাটারি ব্যাকের কারনে কিছুটা পিছিয়ে পড়তে পারে এই দারুন ডিভাইসটি। এই ল্যাপটপটি এবং লেনোভোর অন্যান্য মডেলের দাম জানতে এখানে ভিজিট করতে পারেন lenovo laptop price in bangladesh

ASUS ROG Strix G17 G713Q

এখন আমরা কথা বলতে যাচ্ছি দিত্বীয় ল্যাপটপটি নিয়ে অর্থাৎ ASUS ROG Strix G17 G713Q। ২০২১ সালে রিলিজ হওয়া এই ল্যাপটপটি  গেমারদের তালিকায় প্রথম দিকে আছে। প্রসেসর হিসেবে আপনি পাচ্ছেন AMD Ryzen™ 7 5800H Processor, ক্ষেত্র বিশেষ এ AMD Ryzen™ 9 এর প্রসেসরও আপনি বেছে নিতে পারেন।

১৭ ইঞ্চি এর এই ল্যাপটপ উপরের ল্যাপটপের চাইতে কিছুটা বড় আর ভারী। কিন্তু তবুও অন্য ফিচার বিবেচনা করলে  এক ধাপ এগিয়ে আছে ল্যাপটপটি ।  32GB  DDR4-3200 SO-DIMM র‍্যামের এই ল্যাপটপটি গেমিং, ভিডিও স্ট্রিমিং তথা ভার্চুয়াল লাইফের জন্য অনবদ্য। NVIDIA® GeForce RTX™ 3070 8GB GDDR6 এর জন্য সব ধরনের কাজ কোন রকম ল্যাগ ছাড়ায় করতে পারবেন। Per-Key RGB Keyboard with ROG Aura Sync বেশ শক্তিশালী বলে দীর্ঘ সময় বা দীর্ঘদিন ব্যবহারেও সমস্যা দেখা দেওয়ার সুযোগ খুবই খিন্ন । অন্যান্য ল্যাপটপের তুলনায় এটি কিছুটা কম তাপ নির্গত করে বলে টানা অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন। ASUS ROG Strix G17 G713Q এর ব্যাটারির ক্ষেত্রে বলা হচ্ছে  4-cell Li-ion আপনাকে দেবে প্রায় ১৩ ঘন্টা ২০ মিনিট ব্যাটারি ব্যাকআপ ।

এই ডিভাইসেও ব্লু টুথ- ও্যাইফাই সহ আনুসংকিক সব কিছু পাবেন, যা একটি আদর্শ ল্যাপটপে থাকা প্রয়োজন।

তবে আমার পরামর্শ থাকবে শুধু ফিচার দেখেই বিবেচনা করবেন অবশ্যই কতটা অর্থযোগ্য সেটাও বিবেচনা করবেন আসুসের এই রেঞ্জের আরো মডেলের বাজার মূল্য জানতে এখানে ভিজিট করতে পারেন asus laptop price in bangladesh, কারন এরা ব্রান্ড দ্বারা প্রকাশিত হওয়া প্রাইসটাই দিয়ে থাকে এবং আমার দেখায় mcsolutionbd এরাই কিছুটা সাশ্রয়ী মূল্যে ব্রান্ডেড প্রোডাক্টগুলি দেয়।

ASUS ROG Strix G17

আমার মতামত:

দুটো ল্যাপটপ এ উইনডোজ ১০ হোম ইন্সটল করা রয়েছে। আপনি চাইলে আপডেটেড যে কোন ও এস ব্যবহার করতে পারেন। শক্তিশালী ব্যাটারি থাকার পরেও মূলত ব্যবহারের উপর ব্যাটারি ব্যাকআপ আর ব্যাটারি লাইফ দুটোই নির্ভর করবে। দুটো গেমিং ডিভাইসের ক্ষেত্রে আপনি পাচ্ছেন ২ বছরের ওয়ারেন্টি। ব্যাটারি ব্যাকআপ এর ক্ষেত্রে দুটো ডিভাইস বেশ ভালো আর দীর্ঘমেয়াদী।মূল্য, দাম, নানা ফিচার যেমন, স্টোরেজ,  র‍্যাম বা খুটিনাটি বিষয় মিলিয়ে ASUS ROG Strix G17 G713Q এগিয়ে থাকবে। ROG সিরিজের ল্যাপটপ বেশ অনেকদিন ধরেই সকল গেমারদের পছন্দের তালিকায় প্রথম। অন্যদিকে Lenovo Legion 5 Pro  কোন অংশে কম নয়। দীর্ঘদিন কোন ধরনের সমস্যা ছাড়ায় চলে বলে এই Lenovo এর ল্যাপটপ আজকাল তরুন প্রজন্মের কাছে চেনা নাম। অন্যদিকে  ROG সিরিজের ল্যাপটপ গুলো এর স্মুথ ব্যবহার আর ব্যাটারি ব্যাকাপের জন্য বেশি গ্রহনযোগ্য। গেমিং ছাড়াও দৈনন্দিন কাজের জন্য এই সিরিজটি অনেকেই ব্যবহার করছেন।

যদি আমার থেকে জানতে চান তাহলো আমি সবদিক বিবেচনা করে ASUS ROG Strix G17 কেই এগিয়ে রাখবো। আপনাদের মতামত আমাকে জানান

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন