Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

আপনার পিসির স্টার্টআপ Speed বারিয়ে নিন একদম সহজেই

আমারা যারা পিসি ব্যবহার করি তাদের একটা কমন প্রব্লেম হল পিসি স্টার্ট হতে বেশি সময় নেয়। আজকে একটা টিপস দিবো যেটা করলে স্টার্ট স্পীড অনেকটাই বারবে। আর জন্য আপনার পিসির task manager ওপেন করুন তারপর দেখুন যে প্রোগ্রাম গুলো আপনার দরকার কম সেগুলো disable করে দিন।ভয় পাবেন না আর মানে এই নয় যে আপনার এই প্রোগ্রাম টি uninstall হয়ে গেল এর মানে প্রোগ্রাম টি সুধু স্টার্ট আপ এর সময় লোড হবে না তবে যখন দরকার তখন ক্লিক করুন এটি আবার কাজ করবে। যাহোক এখন প্রশ্ন হল টাস্ক ম্যানেজার কি করে ওপেন করবেন। নিছে এই নিয়ে আলোচনা করলাম।
For Windows 8: আর জন্য টাস্ক বার এ মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করে দেখুন Task manager নামে একটা অপশন আছে ওইটা সিলেক্ট করুন। দেখবেন নিছের মতো উইন্ডো ওপেন হবে এরপর Startup মেনুতে ক্লিক করে যে প্রোগ্রাম disable করতে চান সেটার উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে disable ক্লিক করুন। ব্যাস কাজ হয়ে যাবে।

 

taskmanager-anytech

e-HostBD Hosting Service

 

For Windows 7: run option এ গিয়ে msconfig লিখে এন্টার প্রেস করুন দেখবেন একটা উইন্ডো ওপেন হবে। এরপর startup এ ক্লিক করে যে প্রোগ্রাম disable করতে চান সেতি করুন।

 

 

taskmanagerwin7-anytech

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন