এর আগে অনেক পোস্ট দিয়েছিলাম স্ক্রীন শট নিয়ে। আজকেও দিবো স্ক্রীন শট নিয়ে আরও একটা পোস্ট। আজকের টা সবচেয়ে সহজ উপায়। তবে এইটা শধু উইন্ডোজ ৮ এ হয়। তবে অন্য উইন্ডোজ এ হয় কিনা আমি টেস্ট করি নাই। আপনারা চাইলে একবার টেস্ট করে দেখতে পারেন হলেও হতে পারে। যাহোক কাজের কথায় আসি। এর জন্য যা করতে হবে তা হল আপনার পিসির কী বোর্ড এর উইন্ডোজ কী চেপে ধরে PS কী এর উপর প্রেস করুণ। দেখবেন স্ক্রীন শট নেয়া হএগেছে। পরে নিছের ছবির মতো Pictures এ ক্লিক করুণ এবং এরপর Screen shot ফোল্ডার ওপেন করুণ দেখবেন আপনার স্ক্রীন শট ওইখানে সেভ হএগেছে।
মন্তব্য
আমি নিজেও জানতাম না। যাহোক জানতে পারলাম। খুবই ভালো হল।
ভালো লাগলো বস। থাঙ্কস