আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ইউএসবি নিয়ে একটু আলোচনা করবো। আমরা জানি আমরা যখন কোন ইউএসবি ডিভাইস যেমন পেনড্রাইভ কোন পিসি থেকে ডিসকানেক্ট করি তখন টাস্ক বার থেকে Safely Remove Hardware এ ক্লিক করে তারপর পেন ড্রাইভ পিসি থেকে খুলি। কিন্তু আপনি চাইলে এত ঝামেলা এড়িয়ে যেতে পারেন সামান্য কাজ করে। আর জন্য যা করতে হবে তা হল প্রথমে আপনার পিসির Control panel এ যান। এরপর Divice Manager থেকে Disk Drives এ যান। এখন তালিকার প্রথম এ থাকা আপনার পেন ড্রাইভ এর নামের উপর ক্লিক করুন।এরপর দেখবেন নতুন একটা উইন্ডো ওপেন হবে এখানে Policies ট্যাব এ ক্লিক করে Quick removal(default) এ টিক মেরে ওকে বাটন এ ক্লিক করে বের হয়ে আসুন। ব্যাস কাজ ওকে হয়ে গেছে। এখন এর কিছুই করতে হবেনা পেন ড্রাইভ খুলতে।
মন্তব্য করুন