আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ইউএসবি নিয়ে একটু আলোচনা করবো। আমরা জানি আমরা যখন কোন ইউএসবি ডিভাইস যেমন পেনড্রাইভ কোন পিসি থেকে ডিসকানেক্ট করি তখন টাস্ক বার থেকে Safely Remove Hardware এ ক্লিক করে তারপর পেন ড্রাইভ পিসি থেকে খুলি। কিন্তু আপনি চাইলে এত ঝামেলা এড়িয়ে যেতে পারেন সামান্য কাজ করে। আর জন্য যা করতে হবে তা হল প্রথমে আপনার পিসির Control panel এ যান। এরপর Divice Manager থেকে Disk Drives এ যান। এখন তালিকার প্রথম এ থাকা আপনার পেন ড্রাইভ এর নামের উপর ক্লিক করুন।এরপর দেখবেন নতুন একটা উইন্ডো ওপেন হবে এখানে Policies ট্যাব এ ক্লিক করে Quick removal(default) এ টিক মেরে ওকে বাটন এ ক্লিক করে বের হয়ে আসুন। ব্যাস কাজ ওকে হয়ে গেছে। এখন এর কিছুই করতে হবেনা পেন ড্রাইভ খুলতে।
লিখেছেন » মোঃ আতিকুর রাহমান | বিভাগ » টিপস অ্যান্ড ট্রিক্স | প্রকাশিত » ফেব্রু. ২২, ২০১৪ | মন্তব্য নেই
সম্পর্কিত আরও কিছু পোস্ট
স্মার্ট ফোন গরম হয়ে যায়? নিয়ে নিন সমাধান!
রবি ফ্রি নেট, দিন-রাত ২৪ ঘন্টা ফুল স্পিডে (এন্ড্রয়েড এবং পিসি)
আনলিমিটেড ফেসবুক লাইক নিন সবচেয়ে সহজ অপায়ে
আপনি কি এখনো IDM নিয়ে সমস্যায় আছেন.? তাহলে এই দিকে আসুন।
কম্পিউটার অন হতে কি বেশি সময় লাগে ? এখন থেকে আর লাগবে না
আপনার হারিয়ে যাওয়া M.S. Excelফাইল এর পাসওয়ার্ড Remove করুন আর উদ্ধার করুন গুরুত্বপূর্ণ File
আপনার পিসির স্টার্টআপ Speed বারিয়ে নিন একদম সহজেই
মন্তব্য করুন