Best Reseller Hosting Service in BD
আমি একজন অদৃশ্য মানব। কোন কিছু ভালো লাগলে সবার সাথে শেয়ার করি। এটাই আমার শখ। ভালো থাকবেন আর আমার জন্য দোআ করবেন।
মোট পোস্ট সংখ্যা: 106  »  মোট কমেন্টস: 20  
Facebook
Google Plus
Twitter
Linkedin

জেনে নিন পিসি স্লো হয় কেন?

whyslowpcবর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে কোনো পরিবারে কম্পিউটার না থাকাটা অনেকটা আষাঢ়ে গল্পের মতো। আমাদের দৈনন্দিন প্রায় সকল কাজের মধ্যে কম্পিউটারের ভূমিকা বিদ্যমান। কিন্তু সেই কম্পিউটারের কার্যক্রম যদি স্লো হয় তবে কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকে। তাই পিসি কেন স্লো হয় তা জেনে সে অনুসারে সতর্কতা অবলম্বন করা উচিত।

সে ধরনের কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হল :

১। পিসি স্লো হবার পেছনে সবচেয়ে বড় কারণ সঠিকভাবে ব্যবহার না করা ।

e-HostBD Hosting Service

২। পিসি’র পারফরমেন্স অপারেটিং সিস্টেমের ওপরেও নির্ভরশীল।

৩। প্রয়োজনের বেশি সফটওয়্যার ইন্সটল করা ।

৪। একসঙ্গে দু’টি অ্যান্টিভাইরাস চালানো ইত্যাদি।

৫। ডেক্সটপে অনেক আইটেম থাকলে।

৬। রেজিস্ট্রি ত্রুটি এবং বিশৃঙ্খল অবস্থার কারণে।

৭। সম্প্রতি ফাইল বা সঞ্চিত ফাইলগুলো না ডিলিট করলে।

৮। অপ্রচলিত হার্ডওয়্যার ড্রাইভারের কারণে।

আরও কিছু কারন আছে তবে এগুলোই প্রধান কারন। আশা করি এই পোস্টটি আপনাদের একটু হলেও কাজে দিবে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন