সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আবারো লিখতে বসলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। যারা গ্রাফিক্স এর কাজ করেন তাদের জন্য খুবই দরকারি। আমরা যারা বিজয় দিয়ে বাংলা লিখতে পারিনা বা যারা অভ্র দিয়ে বাংলা লিখি তাদের ফটোশপ এ বাংলা লিখতে খুবই ঝামেলা করতে হয়। এ নিয়ে অনেক পোস্ট লেখা হয়েছে কি করে অভ্র দিয়ে ফটোশপ এ বাংলা লেখা যায়। তবে এই পদ্ধতিতে বাংলা লেখা যায় ঠিকই কিন্তু অনেক ঝামেলা করতে হয়। তাই আজকে নিয়ে আলাম একেবারে সহজ উপায়। কোন রকম ঝামেলা ছাড়া আপনি অভ্র দিয়ে ফটোশপ এ বাংলা লিখতে পারবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা বলতেছি। প্রথমে ফটোশপ ওপেন করুন।
এরপর
Edit > Prefences থেকে Type এ ক্লিক করুন। দেখবেন নিছের মতো একটা উইন্ডো ওপেন হবে। এখানে East Asian এ ডিফল্ট ভাবে টিক দেয়া থাকে। আপনার কাজ হল Middle Asian টিক দিয়ে OK করে বেরিয়ে আসুন। বোঝার জন্য নিছে স্ক্রীন শট দিলাম।
এখন ফটোশপ ক্লোজ করে আবার ওপেন করুন। এখন দেখুন অভ্র দিয়ে বাংলা লিখুন দেখবেন কোন সমস্যা হবে না। আজকে এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন।
মন্তব্য করুন