Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

আপনার কম্পিউটার কি বন্ধ হতে বেশী সময় নেয় ? No Problem আজ তার সমাধান দিচ্ছি

Hello friends, How are all? I think all are well. আবারো হাজির হলাম সবার সামনে একটা জিনিস শেয়ার করব বলে। আমরা যারা পিসি ব্যবহার করি অনেকেরি এ প্রব্লেম হয়ই। পিসি বন্ধ হতে একটু বেশি সমই নেই। হইত খুব খুব জরুরি কাজ পরে গেছে কিন্তু পিসি Shut down হতে বেশি সমই নিচ্ছে। তখন মেজাজ কেমন হয়ই শুধু সেই জানে যে এই ঝামেলাই পরে। সামান্য একটা কাজ করলে এ সমস্যা থেকে কিছুতা হলেও রেহাই পাওয়া জেতে পারে। তো কাজের কথাই আশা যাক। এর জন্য জা জা করতে হবে নিছে লেখা আছে।

প্রথমে আপনার পিসির Run option এ জান এবং টাইপ করে regedit এবং এন্টার প্রেস করুন।

এরপর

e-HostBD Hosting Service

HKEY_LOCAL_MACHINE > SYSTEM > ContronSet001 > Control > Session Manager > Memory Management > ClearPageAtShutdown এ জান এবং এর ভালু ০ করে দিন।

সব শেষে আপনার পিসি Restart দিন।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন