বেশ শক্তিশালী এবং কাজের একটি ইমেইল প্রোগ্রাম জিমেইল। ২০০৪ সালে বেটা সংস্করণ বের হওয়ার পর থেকেই দারুণ জনপ্রিয় জিমেইল। কিন্তু এর কতটুকুই বা ব্যবহার করি আমরা। এই ইমেইলের আরো সুবিধা নিতে ৫টি টিপস দিয়েছেন বিশেষজ্ঞরা। এগুলো জেনে নিন।
১. ক্যালেন্ডার এন্ট্রি : ইমেইলে সামাজিক অনুষ্ঠান, জন্মদিন বা মিটিংয়ের প্রচুর পরিমাণে নিমন্ত্রণ আসলে এ ক্যালেন্ডারে এন্ট্রি দিয়ে রাখুন। নির্দিষ্ট সময়ে অ্যালার্ম পেয়ে যাবেন। তারিখের বোতামে ক্লিক করুন। ‘অ্যাড টু ক্যালেন্ডার’-এর অপশন পাবেন। যে ক্যালেন্ডার আসবে সেখানে সব কাজের তালিকা দিন-তারিখ অনুযায়ী পূরণ করে রাখুন।
২. কন্ট্যাক্ট-এ কারো তথ্য জুড়ে দেওয়া : কোনো মানুষের তথ্য আপডেট করতে পারবেন এখানে। ডানে অ্যাড এর ওপরে তাকান। যেখানে চ্যাট করার অপশনটি রয়েছে সেখানেই নিচের দিকে ‘এডিট কন্ট্যাক্ট ডিটেইল’ অপশনে গিয়ে কারো তথ্য আপডেট করতে পারবেন।
৪. ফিল্টার ব্যবহার করা : ইমেইলগুলোকে ভাগ করতে বা কোন ধরনের ইমেইল আসবে বা আসবে না তা ফিল্টার করা যাবে। ইমেইল খুলে এর ডান পাশে ওপরে মোর-এ যান। সেখান থেকে ‘ফিল্টার মেসেজ লাইক দিস’ অপশনে ক্লিক করুন। যে উইন্ডো আসবে সেখানে ‘ক্রিয়েট আ ফিল্টার’ ক্লিক করুন। সেখানে নান অপশন সহ একটি বক্স আসবে। ইমেইলটির জন্য কী কী অপশন পছন্দ করবেন তা ঠিক করুন। এরপর থেকে এখানকার যাবতীয় ইমেইল আপনার ফিল্টার অনুযায়ী সেভ হতে থাকবে।
৫. রিপ্লাই এর মাধ্যমে সাবজেক্ট লাইন বদলানো : এ কাজের জন্য কোনো ইমেইলের রিপ্লাই-এ ক্লিক করুন। সেখানে নিচের দিকে নির্দেশিত তীর চিহ্ন দেখতে পাবেন যা রিপ্লাই তীরের পরই রয়েছে। ওই তীরে ক্লিক করলেই ইদার রিপ্লাই, রিপ্লাই অল, ফরওয়ার্ড এবং এডিট এর অপশন পাবেন। এখন সেখানে আরজেন্ট বা নিউ ইনফো বা যা চান তাই লিখে রিপ্লাই করতে পারেন। এর পরের ইমেইলে আপনার চাহিদা পূরণ করে তথ্য পাঠানো হবে। এভাবে জিমেইলের নানা সুবিধা ভোগ করতে থাকুন।
মন্তব্য করুন