নমস্কার বন্ধুরা, আজকে একেবারে একটি নতুন টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । তবে আজকের টিউন টি uটোরেন্ট নিয়ে । আজ আমি আপনাদের
দেখাতে চলেছি uটোরেন্ট কিভাবে ফ্রী তে ডাউনলোড ও ইন্সটল করা হয় ।
প্রথমেই বলে রাখি যে uটোরেন্ট সফটওয়্যার টির পেইড ভার্সন ও ফ্রী ভার্সন দুটোই আছে
। আমি আপনাদের কে দেখাব কিভাবে uটোরেন্ট এর ফ্রী ভার্সন ডাউনলোড ও ইন্সটল করা যায় । প্রথমে uটোরেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে uটোরেন্ট টি ডাউনলোড করুন ।
uটোরেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট এর জন্যে এইখানে ক্লিক করুন ।
uটোরেন্ট সরাসরি ফ্রী ডাউনলোড করতে চাইলে এইখানে ক্লিক করুন
ও এরপর Get u Torrent এ ক্লিক করুন ।
ব্যাস , এরপর আপনি utorrent.exe এই ফাইল টি তে রাইট ক্লিক করে run as
administrator হিসাবে রান করুন । এরপর সফটওয়্যার টি ইন্সটল করে ফেলুন । ব্যাস আপনার কাজ শেষ । এইবার ডেস্কটপ থেকে uটোরেন্ট টি ওপেন
করুন ।
বিস্তারিত জানতে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখুন
এই টিউন টি প্রথম প্রকাশিত হয় আমার ইউটিউব চ্যানেল এ এইখানে ।
আশাকরি সবাই uটোরেন্ট সহজ উপায়ে ডাউনলোড ও ইন্সটল করে ফেলেছেন ।
সবার জন্য শুভ কামনা রইল ।
এই টিউন টি টেকনোলজি বিষয়ক আমার প্রথম টিউন । আশাকরি কোনো ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবেন ।
আজকের টিউন টি এই পর্যন্তই । টিউন টি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না । পরবর্তী টিউন আবার দেখা হবে , ধন্যবাদ ।
মন্তব্য করুন