Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Mouse এর রাইট অপশন এ Copy To Folder কমান্ড অ্যাড করে নিন

আজ আকাশটা একটু মেঘলা। বৃষ্টিও হচ্ছে। আমাদের জন্য এই দিনটা হল ঘুম দিবস। যাহোক ঘুম থেকে উঠে লিখতে বসলাম। আজকে একটা ইম্পরট্যান্ট কমান্ড নিয়া আলচনা করব। সেটা হল আমরা যখন কোনও কপি করি তখন সেই ফোল্ডার এ মাউস রেখে রাইট ক্লিক করে কপি কমান্ড এ ক্লিক করে তারপর যে ফোল্ডার এ এই ফাইল টি রাখব সেই ফোল্ডার এ গিয়ে Paste করি। আজ ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা পথ নিয়া এলাম।

সেটা হল এখন থেকে কোনও ফাইল কপি করতে সুধু ফাইল এর উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে Copy To Folder এর উপর ক্লিক করলে কোথাই রাখতে চান সেটি সেটি শো করবেএর জন্য মাউস এর রাইট বাটন অপশন এ Copy to Folder option যোগ করতে হবে। ত চলুন কাজ সুরু করা যাক।

প্রথমে,

e-HostBD Hosting Service

Start > Run গিয়ে regedit টাইপ করে Enter button press করুনএবার রেজিস্ট্রি এডিটর বা যে উইন্ডো বের হবে সেখান থেকে

HKEY_CLASSES_ROOT>AllFilesystemObjects>shellex>ContextMenuHandlers 

ওপেন করুন। এখানে Copy To Folder নামে নতুন একটি কী রেজিস্ট্রিকী বা অপশন তৈরি করুন। এরপর Copy To Folder এরডান পাশের প্যানেল থেকে (Default) নামক স্ট্রিং ভ্যালুটি ওপেন করে এর ভ্যালু হিসেবে {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} এই ভালু টি দিয়া বের হয়ে আশুন। বাস কাজ শেষ। এখন পিসি Restart দিন। কোনও ভুল বা প্রব্লেম হলে কমেন্ট করুন।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন