বন্ধুরা আশা করি ভাল আছ। আমিও ভালো আছি। একটা নতুন সফটওয়্যার নিয়া আসলাম। অনেকাই হইতবা এটা সম্পরকে জানেন । তবে যারা জানেন না তাদের জন্য এটা।এর দারা আপনি আপনার পিসির copy ,cut, Send to ইত্তাদি অপশন Hide করে রাখতে পারেন। এর ফলে
কেউ আপনার পিসি থেকে কোনও কিচু কপি বা cut বা send করতে পারবে না। সুধু আপনি চাইলে পারবেন। নিচের লিঙ্ক থেকে Software টি ডাউনলোড করে ইন্সটল করুন। তারপর desktop এ যে shortcut তৈরি হয়েছে এটাতে double click করুন । এখন দেখবেন Define Hotkey নাম এ একটা লেখা আছে ওইখানে আপনি আপনার মত একটা শর্টকাট দিন। যেমনঃ ctrl+d বা ctrl+m বা ctrl+l অথবা আপনি যেটা চান। দেয়ার পর active button এ ক্লিক করে বের হয়ে আসুন। এখন দেখবেন আপনার মাউস এর রাইট বাটন অপশন মেনুতে এই command গুলো নাই। আবার যদি ফিরিয়া আনতে চান তখন আপনি যে শর্টকাট দিয়াচিলেন সেটি প্রেস করুন তারপর ok দিন বাস কাজ শেষ দেখবেন আবার ঐ command গুল কাজ করবে।
মন্তব্য করুন