আশা করি সবাই ভালো আছেন। আজ একটা বিষয়ই নিয়া লেখতে চাচ্ছি সেটা হল যে পিসির mac address. আমার মনেহই অনেকেই জানেনে কি করে পিসির MAC address বের করতে হই তাই ভাবলাম আজ এ বিষয়ই নিয়া একটু কথা বলি। বিভিন্ন ভাবে এটি বের করা যাই। নিছে কিছু উপাই বললাম।
১. প্রথমে স্টার্ট মেনুতে গিয়া Run Option এ cmd লিখে এন্টার চাপুন। তারপর টাইপ করুন getmac and press Enterএকটু ওয়েট করুন দেখবেন আপনার mac address দেখাবে।
2. স্টার্ট মেনুতে গিয়া Run Option এ cmd লিখে এন্টার চাপুন। তারপর টাইপ করুন ipconfig/all আপনার mac address(Physical address) দেখাবে।
মন্তব্য করুন