বন্ধুরা আজ একটি মজার টিপস নিয়া আসলাম। সেটা হল আপনি যদি চান একটি নির্দিষ্ট সময়ই পর আপনার পিসি Shut down হয়ে যাবে আপনি সেটা করেত পারেন। আপনি যে সময়ই দিবেন সাই সময়ই পর আপনার পিসি Shutdown হয়ে যাবে। আপনি যদি চান আপনার পিসি নেক্সট 2 মিনিত পর shutdown করবেন তাহলে সেটিকে Second এ কনভার্ট করে নিতে হবে। এক্ষেত্রে প্রথমে Start Menu থেকে Run এক্লিক করুন। তারপর টাইপ করুন Shutdown.exe-s-t-120 এবং Ok করুন। দেখবেন অই সময়ই পর পিসি shutdown হয়ে গেছে। আপনি এই সময়ই Change করে দিতে পারেন। আর যদি আপনি এই টাইমার বন্ধ করতে চান তাহলে Start Menu থেকে Run এ গিয়ে Click করুন তারপর Shutdown.exe-a।
লিখেছেন » মোঃ আতিকুর রাহমান | বিভাগ » টিপস অ্যান্ড ট্রিক্স | প্রকাশিত » আগস্ট ৩১, ২০১৩ | মন্তব্য নেই
সম্পর্কিত আরও কিছু পোস্ট
জেনে নিন পিসি স্লো হয় কেন?
Increase Your Pendrive Speed very easy
Airtel Free Net New Trick 2015 New Modified Opera Mini, Use Only Android Phone User
আনলিমিটেড ফেসবুক লাইক নিন সবচেয়ে সহজ অপায়ে
আপনার পেনড্রাইভ এর লুকনো ফাইল বের করুন সহজেই
Undelete file delete করুন from your PC very easy
লাগবে না আর screen shot software,ব্যবহার করুন উইন্ডোজ এর ডিফল্ট snipping tool
মন্তব্য করুন