আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের দরকার হয়। শুধু মাত্র চাকরির জন্যই যে সাধারণ জ্ঞান অর্জন করা উচিত তা কিন্তু নয়। সাধারণ জ্ঞানের পরিধি আপনার যত বড় হবে সবার কাছে আপনার গ্রহনযোগ্যতা ও প্রয়োজনীয়তা ও তত বেশি হবে। বর্তমানে সাধারণ জ্ঞানের বই হিসেবে “MP3 সাধারণ জ্ঞান বাংলাদেশ” ও “MP3 সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ” বই দুটি ব্যাপক জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত বই ও বটে। বই দুটি তে সাধারণ জ্ঞানের বিশাল আলোচনা দেয়া আছে। বই দুটি থাকলে সাধারণ জ্ঞান এর আর কোন বই কিনা লাগবে বলে আমার মনে হয় না। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের এমন কোন ঘটনা নেই যা বইয়ে অন্তর্গত করা হয়নি। বই দুটি সংগ্রহে রাখুন যে কোন সময় কাজে লাগবে। ছোট ভাই বোন যারা আছে তাদেরও কাজে লাগবে।
তাহলে লিচের লিংক থেকে বই দুটি ডাউনলোড করে নিনঃ
মন্তব্য করুন