আমরা সবসমই CD রাইট করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। তার মধ্যে Nero হল অন্যতম ।তবে এই সফটওয়্যার টি অনেক বড় ও রাইট করতে অনেক সময়ই লাগে।আজ দেখাব কি করে কোন সফটওয়্যার ছারা CD রাইট করা যাই।
প্রথমে যে ফাইল গুলো রাইট করবেন সেগুল সিলেক্ট করে send to দিয়া সিডি ডিভিডিতে ক্লিক করুন।এখন টাস্কবারে নোটিফিকেশন দেখাবে, এটার উপর ক্লিক করুন।ক্লিক করলে সিডি ডিভিডি ড্রাইভ ওপেন হবে । ওইখানে Right the file to CD তে ক্লিক করেন । এরপর দেখবেন CD writing wizerd আসবে এবং এখানে CD এর নাম দিয়া Next ক্লিক করুন দেখবেন CD write সুরু হয়েছে।
মন্তব্য করুন