কেমন আছেন পাঠক বন্ধুরা ? আজ আমি লিখার চেষ্টা করছি Group Policy নিয়ে | আসুন জেনে নিই Group Policy কি?
Group Policy :
Group Policy কে আমরা সাধারণত এভাবে সংজ্ঞায়িত করতে পারি , ” এটা মাইক্রোসফট ঘরানার অপারেটিং সিস্টেম গুলোর একটা বৈশিষ্ট্য যা Windows OS এর সকল ইউজার এবং কম্পিউটার এর কাজের পরিবেশ কে নিয়ন্ত্রণ করে ” | Group Policy কেন্দ্রিয়ভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর যাবতীয় Applications ,ইউজার এর যাবতীয় সেটিংস, অপারেটিং সিস্টেম এর কনফিগারেশন এবং ইউজার এর কাজের পরিবেশ নিয়ন্ত্রণ করে | আমরা সহজে মনে রাখার জন্যে বলতে পারি , Group Policy অনেকগুলি কেন্দ্রীয় সেটিংস এর সমষ্টি যার সাহায্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং এটার সব ইউজার এর সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করে |
একটা উদাহরণ দিয়ে বুঝানোর চেষ্টা করি |
ধরুন , আপনি এরকম একটা সেটিংস চান যে , আপনার Windows অপারেটিং সিস্টেম এ যতগুলো ইউজার তৈরি হবে তাদের পাসওয়ার্ড থাকবে এবং সেটা অবশ্যই সর্বনিম্ন ৮ ক্যারেক্টার বা সংখ্যার হতে হবে যার ফলে যখন ইউজার তৈরি করার সময় পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ড অবশ্যই সর্বনিম্ন ৮ সংখ্যার হতে হবে নাহলে ইউজার এ তৈরি করা যাবেনা | এই ধরনের অসংখ্য সেটিংস কেন্দ্রিয়ভাবে আমরা Group Policy এর মাধ্যমে করতে পারি |
Group Policy Console :
আমরা Windows এর start বাটন থেকে Run বা Dashboard থেকে সার্চ বক্স এ gpedit.msc লিখে enter key প্রেস করে Group Policy Console ওপেন করতে পারি যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সেটিংস টা Configure করতে পারি |
আজ এপর্যন্তই | পরের লিখাটাতে আরও বিশদ আলোচনা করব |
ধন্যবাদ |
মন্তব্য করুন