Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Prefetch কি এবং এর কাজ কি? আসুন জেনে নিই

Hello বন্ধুরা কেমন আছ? আশা করি ভালো আছ। আজ ছোট একটা বিষই নিয়া কথা বলার জন্য আসলাম। আমরা সবসমই একটা জিনিশ করি সেটা হল কম্পিউটার কে ফাস্ট রাখার জন্য run এ গিয়া অনেক কিছু লিখি তার মধ্যে একটা হল Prefetch. কিন্তু আমরা জানি না আসলে এই Prefetch তা কি। সত্যি কথা বলতে আমি এইটা করতাম। তবে যখন জানলাম এটা আসলে করাটা ঠিক না ভাবলাম তাহলে আপনাদের ও  জানাই।

windowsimg

আসলে জানতে হবে Prefetch টা কি  এবং এর মধ্যে কি কি থাকে?

e-HostBD Hosting Service

আমরাযে যে Programবেশিব্যবহারকরি, যে যে  Program স্টার্টআপ রয়েছে এবং আমরা কিভাবে Windows ব্যবহার করছি ইত্যাদির একটা list আকারে এই Prefetch এ save  করা থাকেএই Prefetch ডাটা সেভ করে রাখার ফলে পরবর্তী সময় কম্পিউটার অন করতে এবং প্রোগ্রাম গুল কে দ্রুত কাজ করতে সাহায্য করেএটি ডিলিট করলে Computer অন হবার গতি slow হয়ে যাই  এই ফাইল টি শুধু ২-৩ মাসে একবার ডিলিট করা উচিত।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন