“জায়ফল”
রন্ধন
শিল্পে যারা পারদর্শী তাদের
কাছে অতিপরিচিত একটি মসলার নাম।
খাবারের স্বাদ আর সুগন্ধ বৃদ্ধিতে আর
মাংস নরম করতে যার কোন জুড়ি নেই। এবার
আসি জায়ফলের একটি যুগান্তকারী গুনের
কথায়।
সেই গুণটি হলো মুখের ব্রণের চিকিৎসায় এর
ব্যবহার।
জায়ফলের মধ্যে “মেইস” নামক একটি উপাদান
আছে, যা ফাংগাস
এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী।
ব্রণের মূল
কারণ হলো মুখের
ত্বকে ব্যাকটেরিয়া এবং ফাংগাসের আক্রমণ।
সুতরাং বুঝতেই পারছেন জায়ফল
কিভাবে ব্রণের বিরুদ্ধে কাজ করে।
প্রথমে একটি বাটিতে জায়ফল গুড়া, মধু
এবং একটু দুধ নিন।এবার
ভালোকরে এগুলো এমনভাবে মেশান যেন
তা পেস্টের মতো হয়।এইরকম পেস্ট
বানিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর
আগে ব্রণে আক্রান্ত
জায়গাগুলোতে ভালভাবে লাগান।পরদিন
সকালে হালকা ভাবে মুখ ধুয়ে ফেলুন।
এভাবে প্রতিদিন ব্যবহারে আপনি নিজেই
ফলাফল টের পাবেন।“উক্ত
পেস্টটিকে আপনি স্পট ক্রিম হিসাবে মুখের
দাগ দূর করতেও ব্যবহার করতে পারেন।
রুপচর্চা বিষয়ক সকল নতুন নতুন টিপস পেতে চোখ রাখুন আজকের প্রসঙ্গে ।
মন্তব্য করুন