Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 1  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

৬টি সহজ উপায় স্ক্রীনশর্ট নিন

আমাদের বিভিন্ন কাজের জন্য ল্যাপটপ কিংবা ডেক্সটপ থেকে  স্ক্রীনশর্ট নিতে হয়। আমরা এক একজন এক একভাবে স্ক্রীনশর্ট নিয়ে থাকি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিছু স্ক্রীনশর্ট নিবার সহজ উপায়।

 

৬টি স্ক্রীনশর্ট নিবার সহজ উপায়

৬টি স্ক্রীনশর্ট নিবার সহজ উপায়

#১. আপনি আপনার কীবোর্ড থেকে PrtScn  বাটন প্রেস করে স্ক্রিনশট নিতে পারেন। 

e-HostBD Hosting Service

#২. আপনি আপনার কীবোর্ড থেকে Windows + PrtScn  বাটন প্রেস করে স্ক্রীনশর্ট নিতে পারেন।

#3. আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে Alt + PrtScn  বাটন প্রেস করে স্ক্রিনশট নিতে পারেন ।

#৪. আপনি বিভিন্ন আকার বা আকৃতির স্ক্রীনশর্ট নিতে চাইলে এই মেথডটি আপনার জন্য Windows Key + Shift + S।

#৫. আপনি আপনার কিবোর্ড থেকে Windows Key + G  চেপে ধরে বামের স্ক্রীনশর্ট আইকন ক্লিক করুন। 

#৬. এ ছাড়া আপনি আলাদা সফটওয়্যার নামিয়ে স্ক্রীনশর্ট নিতে পারেন। অনলাইনের কিছু জনপ্রিয় স্ক্রীনশর্ট নিবার সফটওয়্যার হচ্ছে  

 

Snagit :  এটি দিয়ে আপনি স্ক্রীনশর্ট তুলতে পারবেন, সেই স্ক্রীনশর্ট দিয়ে অ্যানিমেটেড জিফ বানাতে পারবেন। এটি ফ্রী ও প্রিমিয়াম দুই ভার্সন রয়েছে। 

Lightshot:  বাজারে আর এক ফ্রী জনপ্রিয় স্ক্রীনশর্ট নিবার সফটওয়্যার হচ্ছে লাইটশর্ট। এটি দিয়ে আপনি চাইলে আপনার স্ক্রীনশর্ট সবার সাথে শেয়ার করতে পারবেন। তবে এটি দিয়ে জিফ বানানোর সুবিধা আপনি পাবেন না। 

Greenshot: আর একটি জনপ্রিয় স্ক্রীনশর্ট নিবার ফ্রী সফটওয়্যার। এটি দিয়ে আপনি ফুল ওয়েবপেজ স্ক্রীন শর্ট, বিভিন্ন সাইজের স্ক্রীনশর্ট  নিতে পারবেন। তবে এটি দিয়ে জিফ বানানোর সুবিধা আপনি পাবেন না।

 

এতক্ষণে ভাবছেন আমার প্রিয় স্ক্রীনশর্ট নিবার মেথড কি? আমি লাইটশর্ট দিয়ে স্ক্রীনসফট নিতে ভালবাসি। আপনি কি দিয়ে স্ক্রীনশর্ট নিতে ভালবাসেন কমেন্ট করে জানান। 

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন