Helo friends, How are you? i think all are ok. একটু ইংলিশ লিখে ভাব নিলাম যে আমিও ইংলিশ জানি। যাহোক কাজের কথায় আসি।আমার অনেক সময় চাই যে আমার পিসি থেকে যেন কিছু নির্দিষ্ট ওয়েবসাইট ধুকতে না পারে যেমন পর্ণ সাইট। আমরা ইচ্ছা করলে এই সাইট গুলো পিসির সেটিং থেকে ব্লক করে দিতে পারি। যদিও সব সাইট ব্লক করা সম্ভব না তারপরেও যেগুলো বেশি মানুষ ভিসিট করে সেগুলো ইচ্ছা করলে আপনার পিসি থকে ব্লক করে দিতে পারেন।
এর জন্য আপনাকে আপনার পিসির c drive >windows>system32>drivers>etc তে যান।এখানে Hosts নামে একটা ফাইল দেখতে পাবেন।ফাইল এর ভিতর নিছে ছবির মত টেক্সট দেখতে পারবেন।
এখন ফাইলটিকে কপি করে অন্য যেকোনো জায়গায় নিয়ে নোটপ্যাড দিয়ে ওপেন করুন। একেবারে নিচের দিকে দেখতে পাবেন এই 127.0.0.1 Localhost লেখাটি।ঠিক এর নিছে নিছের ছবিতে দেখানো অনুযায়ী যে সাইট ব্লক করতে চান সেটি যোগ করুন।
এভাবে আপনি যত ইচ্ছা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন তবে 127.0.0.1 Localhost এইটা আবার ডিলিট করতে যাইয়েননা।
মন্তব্য করুন