আমরা এতদিন বিভিন্ন ভাবে বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে নিজের পারসনাল ফাইল গুলো hide করে রাখতাম বা Password দিয়ে রাখতাম। কিন্তু আপনি চাইলে আপনার পারসনাল জিনিস রাখা drive hide করে রাখতে পারেন কোন সফটওয়্যার ছাড়া। তো কাজের কথায় আসা যাক।
প্রথমে আপনার পিসির start menu থেকে Run এ যান এবং টাইপ করেন diskpart এবং তারপর এন্টার প্রেস করুন। এরপর যে উইন্ডো আসবে ওইখানে list volume লিখে এন্টার প্রেস করুন। এখন দেখবেন আপনার পিসির drive এর একটা list এসেছে। এখন আপনি যে ড্রাইভ hide করতে চান তার ভলিউম যদি 5 হয়ই তাহলে select volume 5 লিখে এন্টার প্রেস করুন এবং সবশেষে আপনি যে ড্রাইভ hide করবেন সেটা যদি F হয়ই তাহলে লিখুন remove letter F এবং এন্টার প্রেস করুন। দেখবেন আপনার ড্রাইভ এর শো করতেছে না। ড্রাইভ ফিরিয়ে আনতে চাইলে assign letter F লিখে এন্টার দিন দেখবেন আবার ড্রাইভ আবার ফিরে এসেছে।
মন্তব্য করুন