Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

এবার ফোল্ডার নয় চাইলে আপনি আপনার পিসির Drive ও Hide করতে পারবেন

আমরা এতদিন বিভিন্ন ভাবে বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে নিজের পারসনাল ফাইল গুলো hide করে রাখতাম বা Password দিয়ে রাখতাম। কিন্তু আপনি চাইলে আপনার পারসনাল জিনিস রাখা drive hide করে রাখতে পারেন কোন সফটওয়্যার ছাড়া। তো কাজের কথায় আসা যাক।
প্রথমে আপনার পিসির start menu থেকে Run এ যান এবং টাইপ করেন diskpart এবং তারপর এন্টার প্রেস করুন। এরপর যে উইন্ডো আসবে ওইখানে list volume লিখে এন্টার প্রেস করুন। এখন দেখবেন আপনার পিসির drive এর একটা list এসেছে। এখন আপনি যে ড্রাইভ hide করতে চান তার ভলিউম যদি 5 হয়ই তাহলে select volume 5 লিখে এন্টার প্রেস করুন এবং সবশেষে আপনি যে ড্রাইভ hide করবেন সেটা যদি F হয়ই তাহলে লিখুন remove letter F এবং এন্টার প্রেস করুন। দেখবেন আপনার ড্রাইভ এর শো করতেছে না। ড্রাইভ ফিরিয়ে আনতে চাইলে assign letter F লিখে এন্টার দিন দেখবেন আবার ড্রাইভ আবার ফিরে এসেছে।

drivehide

e-HostBD Hosting Service
ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন