সম্মানিত আনিটেক বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাহোক সি-পানেল টিপস নিয়ে আজকে আরও একটি পোস্ট লিখতে জাচ্ছি। এর আগে কি করে ইমেইল অ্যাকাউন্ট খুলতে হয় তা দেখিএ ছিলাম আর আজ দেখাবো কি করে আপনার ইমেইল অ্যাকাউন্ট অন্য যেকোনো অ্যাকাউন্ট এ ফরওয়ার্ড করতে হয়। আপনারা হয়তো ভাবছেন ইমেইল অ্যাকাউন্ট আবার অন্য অ্যাকাউন্ট এ ফরওয়ার্ড করার কি দরকার। দরকার আছে। কারন বার বার ওয়েব মেইল অ্যাকাউন্ট এ লগিন করা একটা বিরক্তিকর। তাই আপনি চাইলে আপনার ইমেইল অ্যাকাউন্ট অন্য যেকোনো যেমন জিমেইল, ইয়াহু, হটমেইল এ ফরওয়ার্ড করতে পারেন। কি করে করবেন নিছে ছবি সহ বর্ণনা দিলাম।
প্রথমে আপনার ওয়েবসাইট এর সি-পানেল এ লগিন করুন। এরপর নিছের ছবির দিকে খেয়াল করুন আশা করি বুঝে জাবেন।
প্রথমে Forwarders এ ক্লিক করুন।
এরপর Add Forwarder এ ক্লিক করুন।
এরপর প্রথমে আপনি যে অ্যাকাউন্ট এর ইমেইল ফরওয়ার্ড করবেন তার নাম লিখুন এবং পরে যে অ্যাকাউন্ট এ ফর ওয়ার্ড করবেন তার নাম দিন ব্যাস কাজ ওকে। এখন দেখেন আপনার ঐ ইমেইল এর সব মেইল এই অ্যাকাউন্ট এ চলে আসছে।
মন্তব্য করুন