সকল আনিটেক বন্ধুদের শুভেচ্ছা ও ভালবাশা জানিয়ে সুরু করতেছি আজকের এই পোস্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে সি-পানেল আর আর একটি প্যারামিটার নিয়ে আলোচনা করবো। আজকের বিষয় হল পাস ওয়ার্ড পরিবর্তন। আপনাকে যখন ইউজার নাম ও পাস ওয়ার্ড দিবে তখন আপনার উচিৎ এই ইউজার নাম ও পাস ওয়ার্ড পরিবর্তন করে একটা সক্তিশালী পাস ওয়ার্ড দেয়া। কারন জেভাবে ওয়েবসাইট হ্যাক হচ্ছে তাতে শক্তিশালী পাস ওয়ার্ড এর কোন বিকল্প নাই। যাহোক কিভে পাস্বরদ পরিবর্তন করতে হয় নিছে দিলাম। প্রথমে আপনার ওয়েবসাইট এর সি-পানেল এ লগিন করুন। এরপর নিছের ছবির দিকে খেয়াল করুন আশা করি বুঝে যাবেন।
প্রথমে Change Password এ ক্লিক করুন নিছের ছবির মতো।
এরপর নিছের ছবির দিকে খেয়াল করুন।
এখানে প্রথমে পুরাতন পাস ওয়ার্ড দিন এবং পরে নতুন পাস ওয়ার্ড দিন। যদি পারেন পাস ওয়ার্ড Generate করে ব্যবহার করা ভালো। এতে পাস ওয়ার্ড অনেক শক্তিশালী হয়।
মন্তব্য করুন