বন্ধুরা সবাই কেমন আছ। আশা করি সবাই ভালো আছ। অনেকদিন ধরে সমায় পাইনা তাই লেখা হয় না। আজ একটু সময় পেলাম তাই লিখতে বসলাম। আজকে দেখাবো কি করে সাব-ডোমেইন তৈরি করতে হয় করতে হয়।
প্রথমে আপনার ওয়েবসাইট এর সি-পানেল এ লগিন করুন। এরপর নিছের ছবির দিকে খেয়াল করুন। সি-পানেল এর Subdomains অপশন এ ক্লিক করুন।
এখন নিছের ছবির মতো সাব-ডোমেইন এর নাম দিন এবং কোথাই ফোল্ডার তৈরি হল তার লিঙ্ক নিছে দেখতে পারবেন।
এরপর Create বাটন এ ক্লিক করুন। দেখবেন File manager এর ভিতরে ঐ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখন ওইখানে যে ফাইল রাখবেন সেটাই শো করবে।
মন্তব্য করুন