সব্বাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট লেখা সুরু করতেছি। জানিনা সবাই কেমন আছে তবে আশা রাখি সবাই ভালো আছেন। যাহোক আজকে যে বিষয় এ লিখবো তা হয়তো নাম দেখেই বুঝে গেছেন।
আজকে দেখাবো কি করে ডাটাবেস এর ব্যাকআপ নেয়ে যায় বা ডাউনলোড করা যায় এবং কি করে ডাটাবেস এর ব্যাকআপ রিষ্টর করা যায় বা আপলোড করা যায়।
প্রথমে ডাটাবেস ব্যাকআপ নিয়ে আলোচনা করি।
প্রথমে আপনার সাইট এর কন্ট্রোল প্যানেল এ লগিন করুন।
এখন নিছের দেয়া ছবির মতো phpMyAdmin ক্লিক করুন। এরপর দেখবেন নতুন একটা উইন্ডো ওপেন হবে।
এখানে একটু সময় নিতে পারে এর জন্য একটু অপেক্ষা করুন।
এখন নিছের ছবির দিকে তাকান।
এখানে ছবির বাম দিক থেকে আপনার ডাটাবেস নাম সিলেক্ট করুন অর্থাৎ আপনি যে ডাটাবেস এর ব্যাকআপ নিবেন।
(এর আগে দেখিয়েছিলাম কি করে ডাটাবেস নাম এবং ইউজার নাম তৈরি করতে হয়। না দেখলে এখানে ক্লিক করুন।)
এখন নিছের ছবির মতো Export এ ক্লিক করুন ।
এরপর দেখবেন নিছের ছবির মতো আসবে।
এখন Go বাটন এ ক্লিক করলে আপনার ডাটাবেস এর sql ফাইল ডাউনলোড সুরু হবে। ব্যাস কাজ হয়ে গেল। এই ফাইল রেখে দিন ব্যাকআপ হিসাবে।
এখন আলোচনা করবো ডাটাবেস কি করে আপলোড করতে হয় মানে হল কোন কারনে যদি আপনার সাইট এর ডাটাবেস এর ব্যাকআপ রিষ্টর করতে হয় তাহলে কি করে ডাটাবেস আপলোড করবেন।
এখন নিছের ছবির দিকে খেয়াল করুন।
দেখবেন Export এর পাশে Emport নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করুন।
এর পর ফাইল চাবে । নিছে ছবির দিকে খেয়াল করুন।
এখানে দাগদেয়া জায়গায় ক্লিক করে আপনার ডাটাবেস ফাইলে শো করে দিন ব্যাস কাজ ওকে।
মন্তব্য করুন