সকল বন্ধুদের আমার সালাম। আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর আবার সি-প্যানেল নিয়ে লিখতে বসলাম। আজকে লিখব Addon domain কি এবং কাজ কি?
যাহোক কাজের কথায় আসি। Addon domain হল একই হোস্টিং অ্যাকাউন্ট এ একাধিক ডোমেইন হোস্ট করা। মানে হল আপনার একটা সি-প্যানেল আছে আপনি চাচ্ছেন এই একটি সি-প্যানেল এ একাধিক ডোমেইন অ্যাড করবেন বা সব ডোমেইন একটি সি-প্যানেল থেকে কন্ট্রোল বা পরিচালিত করবেন এটির নামই হল Addon domain ডোমেইন। কিন্তু কিছু ক্ষেত্রে আপনি এটি করতে পারবেন না যদি আপনার হোস্ট প্রভাইডার কোম্পানি অনুমতি না দেয়। তাই আপনি যখন হোস্টিং কিনবেন তখন প্যাকেজ এ কি কি ফিচার আছে দেখে নিবেন। সাধারনত কম স্পেস নিলে এই সুবিধাটি দেয় না তবে বেশি স্পেস নিলে এটি থাকে। যাহোক এখন দেখাব কি করে একই অ্যাকাউন্ট এ অনেক ডোমেইন অ্যাড করবেন। প্রথমে আপনার সি-প্যানেল এ লগিন করুন।
এখন নিছের ছবির মতো Addon domain আক্লিক করুন।
এখন নিছের ছবির দিকে খেয়াল করুন এবং দাগ দেয়া জায়গায় আপনার ডোমেইন এর ইনফরমেশন দিন।
ডোমেইন নেম দিন
একটা ইউজার নেম দিন
আপনি এই ডোমেইন এর ফাইল গুলো কোথায় রাখতে চান তার অ্যাড্রেস দিন সাধারনত
public_html/yourdomain.com অ্যাড্রেস এরকম হয়।
সবশেষে পাসওয়ার্ড দিয়ে Add domain আক্লিক করুন।
দেখবেন আপনার দেখনো জায়গায় একটা ডোমেইন এর নামে ফোল্ডার তৈরি হয়েছে। ওইখানে আপনি যে ফাইল রাখবেন তাই শো করবে।
মন্তব্য করুন