সবাইকে আবার শুভেচ্ছা জানি আজকে লেখা সুরু করতে জাচ্ছি। আশা রাখি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। আজকে সি-পানেল টিপস এর ধারাবাহিকতায় লিখব কি করে সাইট রি-ডিরেক্ট করবেন অন্য অ্যাড্রেস এ। রি-ডিরেক্ট মানে কি আশা করি সবাই জানেন তারপরেও একটু বলি মনে করেন আপনার একটা সাইট আছে কিন্তু আপনি চাচ্ছেন কেউ যদি আপনার সাইট ঢোকে তাহলে সেই ভিসিটর কে অন্য কোন সাইট এ নিয়ে যাবে যেটা আপনি সিলেক্ট করে দিবেন। এই কাজতি আপনি সাইট এর ভিতর থেকে কোড এর মাদ্ধমেও করতে পারেন। তবে এখান থেকে করা একদম সহজ। সুতরাং সহজ জিনিস থাকতে কেন আপনারা কোড ঝামেলায় জড়াবেন। অনেকে বক বক করলাম এখন কাজের কথায় আসি। প্রথমে আপনার সি- প্যানেল এ লগিন করুন।
এরপর নিছের ছবির মতো ক্লিক করুন।
এখন দেখবেন নিছের ছবির মতো একটা পেজ আসবে।
এখনে আপনি যে ডোমেইন এর সি-প্যানেল এ আছেন ওইটা রি-ডিরেক্ট করতে চান তাহলে ড্রপ ডাউন মেনু থেকে ঐ ডোমেইন সিলেক্ট করুন।
শেষে Redirects to এর জায়গায় আপনি যে সাইট বা ডোমেইন এ রি-ডিরেক্ট করতে চান সেটি লিখুন।
সবশেষে Add এ ক্লিক মারুন। বাস খেল খতম। ভাল থাকবেন।
মন্তব্য করুন