সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন পর আবার লিখতে বসলাম।সময়ের অভাবে আর লেখা হয় না। যাহোক কাজের কথায় আসি। আজকে সি-প্যানেল আর আর একটি ফিচার পারকিং ডোমেইন নিয়ে আলোচনা করবো।
পারকিং ডোমেইন এর কাজ অনেকটা রিডিরেক্ট এর মত। মনে করেন আপনার একটা ডোমেইন আছে নাম হল e-hostbd.com . কিন্তু আপনি চাচ্ছেন এই নামের বাকি এক্সটেনশন গুলও আপনি কিনে রাখবেন যেমন e-hostbd.net, e-hostbd.biz, e-hostbd.org ইত্যাদি জাতে কেউ যদি .com বাদে বাকি এক্সটেনশন গুলো দিয়েও সার্চ করে তাহলে জেন সরাসরি আপনার মুল সাইট মানে হল e-hostbd.com তে নিয়ে যায়। এর জন্য আপনাকে সুধু একটা সাইট তৈরি করতে হবে মানে হল সুধু e-hostbd.com এ সাইট ডিজাইন করে রাখবেন আর বাকি ডোমেইন এক্সটেনশন গুলো সুধু পারকিং করে রাখবেন তাহলে কেউ অন্য এক্সটেনশন গুলো দিয়ে সার্চ করলেও সবাইকে e-hostbd.com এ নিয়ে যাবে।
পারকিং ডোমেইন ফিচার এর কাজ মুলত এটা। এখন কথা হল কি করে অ্যাড করবেন পারকিং ডোমেইন।
প্রথমে আপনার মুল সাইট মানে হল e-hostbd.com এর সি-প্যনেল এ লগিন করুন।
এরপর নিছের ছবির মত Parking Domain অপশন এ ক্লিক করুন।
এখন নিছের ছবির e-hostbd.biz এর জায়গায় আপনি যে ডোমেইন বা ডোমেইন এক্সটেনশন কে আপনার মুল ডোমেইন এ রিডিরেক্ট করতে চান তার নাম দিন এবং Add Domain এ ক্লিক মারুন বাস কাজ খতম। এভাবে জত ইচ্ছা ডোমেইন অ্যাড করুন।
আজ এখানেই রাখলাম সবাই ভাল থাকবেন।
মন্তব্য করুন