Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) এ কিভাবে হোস্টিং প্যাকেজ তৈরি করবেন

সবাকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট লেখা সুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা যারা একেবারেই নতুন বা যারা নতুন রিসেলার অ্যাকাউন্ট নিয়েছেন কিন্তু কি করে অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা হোস্টিং প্যাকেজ তৈরি করতে হয় জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট। আজকে আপনাদের সামনে আলোচনা করবো কি করে হোস্টিং প্যাকেজ অ্যাড করবেন ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) এ। পড়ে এই বিষয়ে আরও পোস্ট লিখব ইনসা-আল্লাহ।

whm panel-anytechtune

নিছের ভিডিও টি ভাল করে দেখুন আশা করি বুঝতে পারবেন।

e-HostBD Hosting Service

এরপরেও না বুঝলে নিছের উপায় অনুসরন করুনঃ

প্রথমে আপনার সি-প্যানেল এ লগিন করুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে।

যেমন আপনার ডোমেইন নেম যদি http://e-hostbd.com হয় তাহলে http://e-hostbd.com/whm অথবা http://e-hostbd.com:2086/ এই লিঙ্ক এ যান।

আপনি চাইলে ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) এ আই পি দিয়েও লগিন করতে পারবেন। তবে আপনি যেহেতু নতুন তাই এভাবেই করুন। এরপর দেখুন নতুন পেজ ওপেন হয়েছে।

এরপর বাম পাশে লক্ষ্য করুন। Packages নামে একটা মেনু আছে । ওখানে Add a package এ ক্লিক করুন।

add a package-anytechtune

এরপর দেখুন নিছের ছবির মত একটা পেজ আসবে।

add package iteam-anytechtune

এখন দেখি বিস্তারিত ঃ

১। এখানে আপনি আপনার ইচ্ছা মত একটা প্যাকেজ এর নাম দিন।

২। এখন এই প্যাকেজ এর ভলিওম কত হবে এখানে দিন। অবশ্যই মেগা বাইট এ দিবেন। মানে হল যদি এক জিবি হয় তাহলে দিবেন ১০২৪

৩। এই প্যাকেজ এ কত জিবি বা মেগা ব্যান্ডউইথ দিবেন সেটা এখানে দিতে হবে।

এরপর ৪ থেকে ১০ এ আপনার ইচ্ছা মত সংখ্যা বসিয়ে দিন। এ বিষয়ে বিস্তারিত কিছু লিখলাম না কারন বিস্তারিত লিখতে গেলে অনেক কিছু লিখতে হবে। তবে আশা করি আপনি যেহেতু আপনি রিসেলার নিয়েছে সুতরাং এ বিষয় গুল জানেন।

সবশেষে Add এ ক্লিক করুন। ব্যাস প্যাকেজ তৈরি হয়ে গেল। এর পরের পোস্ট এ কি করে অ্যাকাউন্ট তৈরি করবেন বা সি -প্যানেল তৈরি করবেন তা নিয়ে আলোচনা করবো।

এখানে কোন কিছু না বুঝলে আশা করি কমেন্ট করবেন।

 

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন