Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) এ কিভাবে হোস্টিং অ্যাকাউন্ট/সি-প্যানেল তৈরি করবেন

সবাকে আবারো ধন্যবাদ দিয়ে পোস্ট লেখা সুরু করতেছি। আশা করি সবাই ভাল আছেন । আজকে আলোচনা করবো কিভাবে ওয়েব হোস্ট ম্যানেজার এ হোস্টিং অ্যাকাউন্ট/সি-প্যানেল তৈরি করবেন। এর আগের পোস্ট এ আলোচনা করেছিলাম কিভাবে হোস্টিং প্যাকেজ তৈরি করবেন সেটা। ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন এখানে

যাহোক কাজের কথায় আসি। আগের পোস্ট এ কিভাবে ওয়েব হোস্ট প্যানেল এ লগিন করতে হয় দেখিয়েছিলাম তাই আর ঐ আলচনায় গেলাম না।

নিছের ভিডিও টি দেখুন আশা করি বুঝতে পারবেন।

e-HostBD Hosting Service

এরপরেও না বুঝলে নিছের উপায় অনুসরন করুন।

প্রথমে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে WHM এ লগিন করুন।

এরপর বামদিকের মেনু থেকে Create a New Account এ ক্লিক করুন। না বুঝলে নিছের ছবিতে দেখুন।

create a new cpanel account-anytechtune

 

এরপর একটা পেজ ওপেন হবে এখানে আপনার ডোমেইন ইনফর্মেশন দিন।

domain information1-Anytechtune

এখন দাগ দেয়া জায়গায় ডোমেইন ইনফর্মেশন দিন। আশা করি ছবি দেখে বুঝতে পারছেন।

>> প্রথমে ডোমেইন নেম দিন

>> এরপর ইউজারনেম দিন যেটা দিয়ে সি-প্যানেল এ লগিন করবেন

>> এরপর পাসওয়ার্ড দিন

>> এরপর ইমেইল অ্যাড্রেস দিন

>> এবং শেষে যেকোনো একটা  প্যাকেজ সিলেক্ট করুন।

এরপর কিছু করার দরকার নাই । সুধু শেষে Mail Routing Setting এ গিয়ে  (recommended) সিলেক্ট করে দিন। না বুঝলে ছবিতে খেয়াল করুন।

domain information2-Anytechtune

সবসেশে create এ ক্লিক করুন। ব্যাস কাজ সেশ। তৈরি হয়ে গেল একটা হোস্টিং অ্যাকাউন্ট।

এখন নিছের লিঙ্ক এ যান দেখবেন একটা লগিন প্যানেল এসে গেছে

http://e-hostbd.com/cpanel অথবা http://e-hostbd.com:2082/

এখানে আপনার দেয়া ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। আশা করি সবাই ভাল করে বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করুন। এর পরের পোস্ট এ নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশা-আল্লাহ।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন