সবাকে আবারো ধন্যবাদ দিয়ে পোস্ট লেখা সুরু করতেছি। আশা করি সবাই ভাল আছেন । আজকে আলোচনা করবো কিভাবে ওয়েব হোস্ট ম্যানেজার এ হোস্টিং অ্যাকাউন্ট/সি-প্যানেল তৈরি করবেন। এর আগের পোস্ট এ আলোচনা করেছিলাম কিভাবে হোস্টিং প্যাকেজ তৈরি করবেন সেটা। ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন এখানে।
যাহোক কাজের কথায় আসি। আগের পোস্ট এ কিভাবে ওয়েব হোস্ট প্যানেল এ লগিন করতে হয় দেখিয়েছিলাম তাই আর ঐ আলচনায় গেলাম না।
নিছের ভিডিও টি দেখুন আশা করি বুঝতে পারবেন।
এরপরেও না বুঝলে নিছের উপায় অনুসরন করুন।
প্রথমে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে WHM এ লগিন করুন।
এরপর বামদিকের মেনু থেকে Create a New Account এ ক্লিক করুন। না বুঝলে নিছের ছবিতে দেখুন।
এরপর একটা পেজ ওপেন হবে এখানে আপনার ডোমেইন ইনফর্মেশন দিন।
এখন দাগ দেয়া জায়গায় ডোমেইন ইনফর্মেশন দিন। আশা করি ছবি দেখে বুঝতে পারছেন।
>> প্রথমে ডোমেইন নেম দিন
>> এরপর ইউজারনেম দিন যেটা দিয়ে সি-প্যানেল এ লগিন করবেন
>> এরপর পাসওয়ার্ড দিন
>> এরপর ইমেইল অ্যাড্রেস দিন
>> এবং শেষে যেকোনো একটা প্যাকেজ সিলেক্ট করুন।
এরপর কিছু করার দরকার নাই । সুধু শেষে Mail Routing Setting এ গিয়ে (recommended) সিলেক্ট করে দিন। না বুঝলে ছবিতে খেয়াল করুন।
সবসেশে create এ ক্লিক করুন। ব্যাস কাজ সেশ। তৈরি হয়ে গেল একটা হোস্টিং অ্যাকাউন্ট।
এখন নিছের লিঙ্ক এ যান দেখবেন একটা লগিন প্যানেল এসে গেছে
http://e-hostbd.com/cpanel অথবা http://e-hostbd.com:2082/
এখানে আপনার দেয়া ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। আশা করি সবাই ভাল করে বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করুন। এর পরের পোস্ট এ নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশা-আল্লাহ।
মন্তব্য করুন