Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

সফটকুলাস দিয়ে কিভাবে আপনার সি-প্যানেলে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন

সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের পোস্ট সুরু করতেছি। আশা করি সবাই ভাল আছেন । আজকে একটা সহজ ব্যাপার নিয়ে আলোচনা করবো। অনেকে এটি জানেন। তবে যারা সি-প্যানেলে একেবারে নতুন তারা অনেকেই আমাকে প্রশ্ন করেন কি ভাবে সফটকুলাস (Softaculous) দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল দিব। তাই ভাবলাম একটা পোস্ট লিখি। জদিও অনেক পোস্ট আছে এ বিষয়ে তারপরেও আমি চাচ্ছি আরও ভাল ভাবে কি করে পোস্টটি সাজানো জায়। যাহোক কাজের কথায় আসি।

প্রথমে আপনার সি-প্যানেলে লগিন করে ফেলুন। এখন দেখুন Softaculous Apps installer নামে একটা অপশন আছে। এর নিছে দেখুন WordPress , Joomla নামে অনেক সি এম এস পাবেন। আপনি ওয়ার্ডপ্রেস এ ক্লিক করুন।

wordpress install by softaculous

e-HostBD Hosting Service

এখন দেখুন নতুন একটা পেজ ওপেন হয়েছে। এখানে Install এ ক্লিক করুন।

wordpress install by softaculous1

Software Setup

এখানে Choose Protocol এ যেটা আছে ওইটাই রাখুন

Choose Domain এ আপনি যে ডোমেইন এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন সেটা সিলেক্ট করুন। কোন সাব ডোমেইন বা Addon Domain অ্যাড করা না থাকে তাহলে একটাই শো করবে।

In Directory তে wp তুলে দিন। না হলে আবার wp ফোল্ডার এর মধ্যে ওয়ার্ডপ্রেস ইন্সটল হবে। আপনি যদি মুল ডোমেইন এ ইন্সটল করতে না চান তাহলে এখানে একটা ফোল্ডার এর নাম দিন সেখানে ওয়ার্ডপ্রেস ইন্সটল হবে। মনে করেন আপনি এখানে দিলেন new এবং আপনার ডোমেইন নাম যদি হয় http://e-hostbd.com তাহলে আপনার সাইট ইন্সটল হবে http://e-hostbd.com/new এ এবং আপনি সাইট দেখতে চাইলে যেতে হবে http://e-hostbd.com/new । আর যদি কিছু না দেন তাহলে সাইট দেখতে পারবেন http://e-hostbd.com এখানে। আশা করি বুঝতে পারছেন। অনেকে এখানে ভুল করে তাই ভাল ভাল করে বোঝানোর চেষ্টা করলাম।

Site Settings

Site Name এ আপনার সাইট এর নাম দিন

Site Description এ আপনার সাইট এর বর্ণনা দিন

Enable Multisite (WPMU) এ টিক দেয়ার দরকার নাই। যদি আপনি আকই ওয়ার্ডপ্রেস এ একাধিক সাইট চালাতে চান তাহলে এখানে টিক দিবেন

Admin Account 

Admin Username এ আপনার পছন্দ মত ইউজারনেম দিন। কখনই ইউজারনেম Admin রাখবেন না। এতে সাইট হ্যাকের সম্ভাবনা বেশি থাকে

Admin Password এখানে শক্ত একটা পাসওয়ার্ড দিন

Admin Email এখানে আপনার ইমেইল দিন

Choose Language

Select Language এ আপনার সাইট এর ভাষা সিলেক্ট করে দিন।

Select Plugins

Limit Login Attempts (Loginizer) এ আপনি টিক দিতেও পারেন তবে আমি বলব না দেয়ায় ভাল। আপনি সাইট ইন্সটল দেয়ার পর আপনার ইচ্ছা মত প্লাগিন ইন্সটল দিতে পারবেন।

Advanced Options

wordpress install by softaculous2

Database Name এ ডিফল্ট যেটা আছে অবশ্যই পরিবর্তন করবেন

Table Prefix এ ডিফল্ট যেটা আছে অবশ্যই পরিবর্তন করবেন

বাকিগুলো আপনি আপনার ইচ্ছামত কনফিগার করতে পারেন। আশা করি দেখলেই বুঝতে পারবেন।

Select Theme

এখানে কিছু ফ্রী থিম আছে আপনি চাইলে ইন্সটল করতে পারেন। না চাইলে একেবারে শেষে গিয়ে Install  এ ক্লিক করুন।

একটু সময় নিবে তারপর দেখবেন ওয়ার্ডপ্রেস ইন্সটল হবে। এখান আপনি চাইলে অ্যাডমিন প্যানেল এ লগিন করতে পারেন।

অ্যাডমিন লগিন ইউ আর এল : yourdomain.com/wp-admin

আজ এখানেই। আশা সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করুন।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন